Saturday, November 8, 2025

নির্বাচিত হয়েই ‘দমন নীতি’ বিক্রমসিঙ্ঘের, অবস্থানকারীদের ব্যারিকেড ভাঙল লঙ্কা-সেনা

Date:

কঠোর সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার নব নির্বাচিত রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘে (Ranil Wickremesinghe)। রাজধানী কলম্বোর গালে ফেস অঞ্চলে অবস্থানকারীদের ব্যারিকেড ভেঙে গুড়িয়ে দিল শ্রীলঙ্কার সেনাবাহিনী(Srilankan Army)। উপড়ে ফেলা হলো আন্দোলনকারীদের তাঁবুও।

‌বেশকিছু দিন ধরেই শ্রীলঙ্কায় অর্থনৈতিক এবং রাজনৈতিক অচলাবস্থা চলছিল। তারমধ্যেই বৃহস্পতিবার শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন রনিল বিক্রমসিঙ্ঘে। আর তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই কলম্বোয় আন্দোলনকারীদের ক্যাম্পে অভিযান চালাল শ্রীলঙ্কার সেনাবাহিনী। বিক্রমসিঙ্ঘের বিরুদ্ধে শুরু থেকেই সুর চড়াচ্ছিলেন আন্দোলনকারীরা। ৯ জুলাই গোতাবায়া রাজাপক্ষের প্রাসাদ দখল করে বিক্ষোভকারীরা। তারপরেই দেশ ছেড়ে পালিয়ে যান রাজাপক্ষে এবং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন রনিল। আর সেই রাজাপক্ষের অনুগত পার্লামেন্ট সদস্যদের ভোটেই জয়ী হন রনিল। যদিও বৃহস্পতিবার শপথ নেওয়ার পরে রনিল বলেছেন, ‘‘আমি রাজাপক্ষেদের বন্ধু নই, শ্রীলঙ্কার আমজনতার বন্ধু।’’

শ্রীলঙ্কার বিপর্যয়ের জন্য সে দেশের জনতা দায়ী করে রনিলকেও। ক্রমশ জোরাল হচ্ছিল তাঁর পদত্যাগের দাবিও। অন্যদিকে, বিক্ষোভকারীদের সরকারি ভবন ছেড়ে দেওয়ার আর্জি জানান রনিল। এর অন্যথায় কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আপনারা যদি সরকার ফেলতে চান বা প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর অফিস দখল করতে চান, সেটা বেআইনি।” যদিও তাঁর কথায় কর্ণপাত করেনি বিক্ষোভকারীরা। এরপরেই কঠোর পদক্ষেপ নেন শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি। দ্বীপ রাষ্ট্রের রাজধানী কলম্বোর গালে ফেস অঞ্চলে অবস্থানকারীদের ব্যারিকেড ভেঙে গুড়িয়ে দেয় সেনা।


Related articles

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...
Exit mobile version