Friday, August 22, 2025

ইডি হেফাজতে থাকা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতারের পর শনিবার স্বাস্থ্য পরীক্ষা করা হয় তাঁর। এরপর শনিবার রাতে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেও অর্পিতাকে জিজ্ঞাসাবাদ চালায় ইডি। স্বাস্থ্য পরীক্ষার জন্য ফের রবিবার অর্পিতাকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ইতিমধ্যেই গাড়ি করে অর্পিতাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন। স্বাস্থ্য পরীক্ষার পরই তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে বলে খবর।

আরও পড়ুন:পার্থকে SSKM-এ ভর্তি নিয়ে অসন্তুষ্ট ইডি, হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

প্রসঙ্গত, ২৭ ঘণ্টা জেরার পর শনিবার সকালে এসএসসি দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এরপরই উঠে আসে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। টালিগঞ্জে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল অঙ্কের টাকা, দেড় কেজি সোনার গয়না এবং লক্ষাধিক ডলারের বেশি বিদেশি মুদ্রা ।এরপরই ইডি তাঁকেও গ্রেফতার করে।  তদন্তকারীদের কাছে অর্পিতা নিজেকে অভিনেত্রী এবং মডেল বলে পরিচয় দেন৷ ইডির আধিকারিকদের অনুমান, অর্পিতা কোনও নামজাদা অভিনেত্রী নয়৷ টুকটাক মডেলিং করেছেন৷ বাংলা, ওড়িয়া, মালায়লি ভাষায় কয়েকটি ছবি করেছেন৷ সেখান থেকে এত উপার্জন তাঁর পক্ষে অসম্ভব৷ তাই এত বিপুল সম্পত্তি তাঁর কাছে এল কোথা থেকে তা জানতে অর্পিতাকে হেফাজতে চেয়ে আদালতের কাছে আজ আর্জি জানাবে ইডি৷

প্রসঙ্গত,অর্পিতার ঘর থেকে উদ্ধার হওয়া ‘গুপ্তধন’ ১৫টি টিনের ট্রাঙ্কে ভরে কড়া পাহারায় নিয়ে যাওয়া হয় স্ট্র্যান্ড রোডের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দফতরে৷ তারপরই অর্পিতাকে নিচে নিয়ে আসে ইডি৷ গাড়িতে ওঠার আগে অর্পিতা দাবি করেন, তিনি কোনও অন্যায় করেননি৷ পুরোটাই বিজেপির চাল৷








Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version