Friday, November 7, 2025

ফের স্বাস্থ্য পরীক্ষা অর্পিতার, আজই আদালতে তোলা হবে তাঁকে

Date:

ইডি হেফাজতে থাকা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতারের পর শনিবার স্বাস্থ্য পরীক্ষা করা হয় তাঁর। এরপর শনিবার রাতে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেও অর্পিতাকে জিজ্ঞাসাবাদ চালায় ইডি। স্বাস্থ্য পরীক্ষার জন্য ফের রবিবার অর্পিতাকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ইতিমধ্যেই গাড়ি করে অর্পিতাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন। স্বাস্থ্য পরীক্ষার পরই তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে বলে খবর।

আরও পড়ুন:পার্থকে SSKM-এ ভর্তি নিয়ে অসন্তুষ্ট ইডি, হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

প্রসঙ্গত, ২৭ ঘণ্টা জেরার পর শনিবার সকালে এসএসসি দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এরপরই উঠে আসে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। টালিগঞ্জে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল অঙ্কের টাকা, দেড় কেজি সোনার গয়না এবং লক্ষাধিক ডলারের বেশি বিদেশি মুদ্রা ।এরপরই ইডি তাঁকেও গ্রেফতার করে।  তদন্তকারীদের কাছে অর্পিতা নিজেকে অভিনেত্রী এবং মডেল বলে পরিচয় দেন৷ ইডির আধিকারিকদের অনুমান, অর্পিতা কোনও নামজাদা অভিনেত্রী নয়৷ টুকটাক মডেলিং করেছেন৷ বাংলা, ওড়িয়া, মালায়লি ভাষায় কয়েকটি ছবি করেছেন৷ সেখান থেকে এত উপার্জন তাঁর পক্ষে অসম্ভব৷ তাই এত বিপুল সম্পত্তি তাঁর কাছে এল কোথা থেকে তা জানতে অর্পিতাকে হেফাজতে চেয়ে আদালতের কাছে আজ আর্জি জানাবে ইডি৷

প্রসঙ্গত,অর্পিতার ঘর থেকে উদ্ধার হওয়া ‘গুপ্তধন’ ১৫টি টিনের ট্রাঙ্কে ভরে কড়া পাহারায় নিয়ে যাওয়া হয় স্ট্র্যান্ড রোডের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দফতরে৷ তারপরই অর্পিতাকে নিচে নিয়ে আসে ইডি৷ গাড়িতে ওঠার আগে অর্পিতা দাবি করেন, তিনি কোনও অন্যায় করেননি৷ পুরোটাই বিজেপির চাল৷








Related articles

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...

জোর ধাক্কা কেন্দ্রের, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের

আদালতে জোর ধাক্কা কেন্দ্রের বিজেপি সরকারের। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া আটকে রেখে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে চলেছে মোদি-...
Exit mobile version