Saturday, May 3, 2025

ISC Result 2022 : প্রকাশিত হল আইএসসি-এর ফলাফল, সাফল্যে ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা

Date:

আজ রবিবার ২৪ জুলাই পূর্ব নির্ধারিত ঘোষণা অনুয়ায়ী প্রকাশিত হল ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট (ISC)-র ক্লাস ১২-এর সেমিস্টার ২- এর ফল। বিকেল ৫টা নাগাদ কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE)  নয়া দিল্লি থেকে এই ফল প্রকাশ করেছে। পাশের হার ৯৯.৩৮ %। সাফল্যের নিরিখে ছেলেদের টেক্কা দিল মেয়েরা।

দেশ-বিদেশের ১২২৮ টি স্কুল থেকে ৯৬ হাজার ৯৪০ জন এবার আইএসসি (ISC) পরীক্ষা দিয়েছিলেন। সাফল্যের হার প্রায় ৯৯.৩৮ শতাংশ। পাশের হার ছাত্রদের তুলনায় ছাত্রীদের বেশি। ছাত্রদের পাশের হার ৯৯.২৬ % ছাত্রীদের ৯৯.৫২% । অকৃতকার্য হয়েছেন ৩৮১ জন ছাত্র এবং ছাত্রীদের মধ্যে সেই সংখ্যাটা ২১৯। দেশের পাশাপাশি বাংলাতেও একই ছবি। মেয়েরা টেক্কা দিল ছেলেদের। পশ্চিমবঙ্গের মোট ২৯৯ টি স্কুল থেকে ২৭,৫৬৯ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন চলতি বছরে। ৯৯.১৫% পাশ করেছেন বলে জানা যাচ্ছে। সারা দেশে মোট ১৮ জন প্রথম স্থান অধিকার করেছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৯৯.৭৫ শতাংশ। তাঁদের মধ্যে বাংলার ৬ জন পড়ুয়া রয়েছেন। রাজ্যের ছাত্রদের সাফল্য ৯৮.৯৩ শতাংশ, ছাত্রীদের মধ্যে ৯৯.৪১ শতাংশ পাশ করেছেন। রাজ্যে ১৬০ জন ছাত্র এবং ৭৫ জন ছাত্রী উত্তীর্ণ হতে পারেন নি। আইএসসি সর্বভারতীয় মেধা তালিকা প্রথম তিনে এই বছর আছেন ১৫৪ জন। এই বছর আইএসসি পরীক্ষা শুরু হয়েছিল ৬ এপ্রিল থেকে।

এক নজরে বাংলার ৬ পড়ুয়ার মেধা তালিকা:

আইএসসি ২০২২ : প্রকাশিত হল দ্বাদশ শ্রেণির ফলাফল

এক নজরে বাংলার মেধাতালিকা:

১) মহম্মদ আর্শ মুস্তফা (দ্য ফ্রাঙ্ক অ্যান্টনি পাবলিক স্কুল, কলকাতা)

২) প্রতীতি মজুমদার (সল্টলেক ইংলিশ মিডিয়াম স্কুল)

৩) অপূর্বা কাশিশ (জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন, কলকাতা)

৪) পৃথ্বিজা মণ্ডল (সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, পানিহাটি)

৫) নিখিল কুমার প্রসাদ (বীরপাড়া সানসাইন স্কুল, আলিপুরদুয়ার)

৬) অভিষেক বিশ্বাস (দেবপুকুর সেন্ট ক্ল্যারেট স্কুল, উত্তর ২৪ পরগনা)


Related articles

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...
Exit mobile version