Saturday, November 8, 2025

রাজস্থানের কোটায় আপনা ঘর (Apna Ghar) এনজিওতে (NGO) দুষিত জল খেয়ে তিন জনের মৃত্যু হয়েছে। আরও ১২ জন অসুস্থ হয়ে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে(New medical college Hospital) চিকিৎসাধীন। নিহতদের মধ্যে দুই মহিলা রয়েছেন। প্রাথমিকভাবে, ওই হোমের বোরওয়েল থেকে পানীয় জলে বিষক্রিয়াই ছড়ায় বলে মনে করা হচ্ছে। তবে প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য খাবার ও জলের নমুনা সংগ্রহ করা হয়েছে।

ওই এনজিওর এক আধিকারিক জানিয়েছেন, মৃতদের নাম দিলীপ (৫০), মুন্নিবাই (৪৫) এবং সুদেবী (৩৫)৷ মৃত তিনজনই গত তিন থেকে পাঁচ বছর ধরে আশ্রয় কেন্দ্রে বসবাস করছিলেন। অন্য ১২ জন যারা অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের বয়স ২৩ থেকে ৪০ এর মধ্যে। তারা সকলেই নিউ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা স্থিতিশীল।

আপনা ঘর এনজিও-র সেক্রেটারি মনোজ জৈন বলেছেন, রবিবার রাতে ২৭০ জনবন্দী সহ ৩০০ জনেরও বেশি লোক উপস্থিত ছিল। সকলে একই খাবার খেয়েছিল এবং একই জল পান করেছিল। যেহেতু নিঃস্বদের রাস্তার ধার থেকে এবং হাসপাতাল থেকে আশ্রয়কেন্দ্রে আনা হয়, তাই বেশিরভাগেরই স্বাস্থ্য খারাপ।

কিছু বন্দী রবিবার রাতে বমি এবং আমাশয়ের অভিযোগ করেছিলেন যার পরে তাদের নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তাদের মধ্যে তিনজন মারা গেছে।


Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version