Saturday, May 3, 2025

হাই কোর্ট সম্পর্কে অপমানজনক মন্তব্য: শুভেন্দুর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ বার অ্যাসোসিয়েশনের

Date:

চরম ঔদ্ধত্য। কলকাতা হাই কোর্ট সম্পর্কেও অপমানজনক-কুরুচিকর মন্তব্য বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari)। এবার তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনলেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই বিষয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারির কাছে চিঠি পাঠালেন সদস্যরা।

২১ জুলাই সভার অনুমতি চেয়ে কলকাতা আদালত রিট পিটিশন দাখিল করেন বিজেপির হাওড়া জেলা সভাপতি। তবে, সেই সভার অনুমতি দেয়নি পুলিশ। ২০ জুলাই এই আবদনের শুনানির পর শর্তসাপেক্ষে সভা অনুমতি দিয়েছিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য (Mousumi Bhattacharya)। আর তারপরই উচ্চ আদালত সম্পর্কে চূড়ান্ত কুরুচিপূর্ণ, অবমাননাকর মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, “রাজ্যে আর কোথাও কেউ ওইদিন সভা করতে পারবে না এই প্রথম নজির তৈরি করা হল এবং কার্যত হাই কোর্টকে দিয়ে যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলি সভা করার পক্ষে নয়, সভা করার বিপক্ষে। কিন্তু বিজেপি বিশ্বের সর্ববৃহৎ পার্টি. à§§à§® টি রাজ্য চালায় দেশ চালায় তাই বিজেপির সভার অনুমতি মহামান্য উচ্চ আদালত দিল না সেই ঝুঁকিটা হয়তো উচ্চ আদালত নেননি। অশ্বত্থমা হত ইতি গজ। এটাই হল আসল উদ্দেশ্য।…”

এই মন্তব্যের মধ্যে দিয়ে শুধু আদালত অবমাননাই নয়, ঔদ্ধত্যের প্রকাশ বলে বলে মত বার অ্যাসোসিয়ানের। আদালতের ন্যায়নিষ্ঠার প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করে।

এরপরে শুভেন্দুর বিবৃতির অংশ তুলে চিঠিতে বলা হয়, আদালত বিজেপির প্রতি সংবেদনশীল কারণ এটি বিজেপি “সবচেয়ে বড় রাজনৈতিক দল?” এবং “দেশ চালায়।” শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে হাই কোর্ট বিজেপিকে “ভয়” পায় এবং বিজেপির বিরুদ্ধে আদেশ দেওয়ার “ঝুঁকি” নেবে না। বিরোধী দলনেতার এই মন্তব্য জনমানসে হাই কোর্টের ভাবমূর্তি নষ্ট করছে বলেও মন্তব্য করছে। এই ধরনের বিবৃতি দিয়ে, শুভেন্দু অধিকারী শুধুমাত্র বিজেপির চিন্তাধারাই প্রকাশ করেননি, জনসাধারণের কাছে আদালতের কর্তৃত্বকে ছোট করে দেখানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ। এই কারণেই শুভেন্দুর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ বার অ্যাসোসিয়েশনের সদস্যদের। তাঁদের মতে, শুভেন্দুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হলে, এই ধরনের মানুষরা নিজেদের আইনের উর্ধ্বে মনে করবেন। বিচার ব্যবস্থাকে আরও উপহাস করার চেষ্টা করবেন। অবিলম্বে দেশের মধ্যে অন্যতম সেরা কলকাতা হাই কোর্টের মর্যাদা রক্ষায় সম্মেলিত পদক্ষেপের আবেদন করা হয়েছে চিঠিতে।


Related articles

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...
Exit mobile version