Friday, August 22, 2025

যোগাযোগ ব্যবস্থার নতুন পৃথিবীতে পা রাখতে চলেছে ভারত। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে ৫জি স্পেকট্রাম নিলাম প্রক্রিয়া (5G Spectrum auction)। ৫জি নিলাম প্রক্রিয়া থেকে তারা অন্তত ৭০ হাজার কোটি থেকে ১ লক্ষ কোটি টাকা ঘরে আনতে পারবে কেন্দ্র এমন আশা টেলিকম মন্ত্রকের। ৫জি (5G)পরিষেবা পুরোপুরি চালু হলে ভারতের রাস্তায় অবলীলায় দৌড়তে পারবে চালকবিহীন গাড়ি, বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবে ড্রোন।

আম্বানি (Ambani) না আদানি (Adani)শেষ হাসি কে হাসবে? সকাল ১০ টা থেকে যে নিলাম প্রক্রিয়া চলছে তাতে অংশ নিয়েছে তিন পরিচিত সংস্থা, জিও (JIO), এয়ারটেল (Airtel) এবং ভিআই (VI) । পাশাপাশি অংশ নিয়েছে নতুন সংস্থা আদানি ডেটা নেটওয়ার্কও (Adani data Networks)। জানা যাচ্ছে নিলাম প্রক্রিয়া চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। যদি প্রক্রিয়া শেষ না হয় বা চাহিদা বজায় থাকে, তা হলে আগামিকাল অর্থাৎ বুধবার সকাল ১০টায় ফের নিলাম শুরু হবে। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী এগিয়ে রয়েছে রিলায়েন্স গ্রুপ। দেশে ৫ জি পরিষেবা চালু হলে যোগাযোগ ব্যবস্থার সংজ্ঞাই বদলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় সরকার ২০ বছরের জন্য ৭২ গিগাহার্টজের এয়ারওয়েভসের ১০টি ব্যান্ডের জন্য নিলাম প্রক্রিয়া শুরু করেছে। বেস প্রাইস অর্থাৎ প্রারম্ভিক মূল্য ৪.৩ লক্ষ কোটি টাকা। উল্লেখ্য টেলিকম ক্ষেত্রে এই প্রথম প্রবেশ করলেন গৌতম আদানি। তাঁর সংস্থা আদানি ডেটা নেটওয়ার্ক ৫জি নিলাম প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। আদানির সংস্থা প্রাথমিক ভাবে ১ বিলিয়ন টাকা জমা রেখেছে। মূলত লড়াই রিলায়েন্সের সঙ্গেই। সরকারি তথ্য হিসেবে, ৫জি স্পেকট্রাম নিলামে রিলায়েন্স জিও ১৪০ বিলিয়ন টাকা আমানত হিসেবে জমা দিয়েছে। ভারতীয় এয়ারটেল ৫৫ বিলিয়ন টাকা জমা দিয়েছে। অন্যদিকে, ভোডাফোন আইডিয়ার তরফে আমানত হিসেবে ২২ বিলিয়ন টাকা জমা দেওয়া হয়েছে।এর আগে বলা হয়েছিল, ২০২২ সালের অগাস্ট মাস থেকেই সাধারণ মানুষ 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন। তবে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে, সেপ্টেম্বর বা অক্টোবর থেকেই এয়ারটেল, রিলায়েন্স সহ টেলিকম সংস্থাগুলি 5G পরিষেবা বাণিজ্যিক ভাবে বিক্রি শুরু করে দেবে। ৪৩ লক্ষ কোটি মূল্যের ৭২ গিগাহার্টজ রেডিওওয়েভ কে জিতবে, সেই দিকে দেশবাসীর নজর।


Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version