বাংলার হস্তশিল্পের প্রসারে নয়া উদ্যোগ, পর্যটন কেন্দ্রে হবে স্টল: নির্দেশ মুখ্যসচিবের

নবান্ন থেকে জারি করা নির্দেশে বলা হয়েছে, শোরুম বা দোকান ঘর মতো উপযুক্ত জায়গা না পেলে কিয়স্কের (Kiosk) ব্যবস্থা করতে বলা হয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে জায়গা ঠিক করে পর্যটন ও ক্ষুদ্র, মাঝারি ও কুঠির শিল্প দফতরের সচিবের কাছে বিস্তারিত তথ্য পাঠাতে হবে জেলাশাসকদের।

বাংলার হস্তশিল্পের প্রসারে নয়া উদ্যোগ রাজ্য সরকারের। রাজ্যে পর্যটন কেন্দরগুলির সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন হস্তশিল্পের (Handicraft) স্টল। জেলাশাসকদের নির্দেশ দিলেন মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। প্রতিটি জেলার পর্যটন কেন্দ্রগুলিতে তন্তুজ, মঞ্জুষা, বিশ্ববাংলা-র এবং বাংলার হস্তশিল্পের সঙ্গে যুক্ত গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য স্টল বা শো-রুম তৈরি করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব (Chief Secretary)

নবান্ন থেকে জারি করা নির্দেশে বলা হয়েছে, শোরুম বা দোকান ঘর মতো উপযুক্ত জায়গা না পেলে কিয়স্কের (Kiosk) ব্যবস্থা করতে বলা হয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে জায়গা ঠিক করে পর্যটন ও ক্ষুদ্র, মাঝারি ও কুঠির শিল্প দফতরের সচিবের কাছে বিস্তারিত তথ্য পাঠাতে হবে জেলাশাসকদের।

সামনে পুজোর মরসুম। সেই সময় রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় বাড়ে। সেই কারণে সেপ্টেম্বরের মধ্যেই প্রতিটি পর্যটন কেন্দ্রে অন্তত পনেরো-কুড়িটি হস্তশিল্প ও হ্যান্ডলুমের স্টল বা কিয়স্ক চালু করার চেষ্টা করা হচ্ছে। জেলাশাসকদের পাঠানো চিঠিতে রাজ্যের ২০টি জেলার প্রতিটি পর্যটন কেন্দ্র ধরে ধরে শোরুম বা কিয়স্ক তৈরির সম্ভবনার কথা উল্লেখ করেছেন মুখ্যসচিব। রাজ্যের বহু পর্যটন কেন্দ্রের সঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। সেই সব জায়গাতে স্মারকের স্টলের উপর জোর দেওয়া হয়েছে।


Previous articleপ্রয়াত বীরভূমের ‘এক টাকার ডাক্তার’ পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Next articleNeeraj Chopra: চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়ালেন নীরজ চোপড়া