Friday, November 14, 2025

তৃণমূল প্রতিনিধি দলের সামনেই পার্থকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ধনকড়! সেখানেই খটকা

Date:

সদ্য প্রাক্তন রাজ্যপাল আর রাজ্যের মধ্যে সংঘাত পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায় হয়ে থাকবে। জগদীপ ধনকড় এখন NDA সমর্থিত উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। তাঁর পরিবর্তে অন্তর্বর্তীকালীন রাজ্যপালের দায়িত্ব সামলাচ্ছেন লা গণেশন। এরই মাঝে মঙ্গলবার একটি টেলিভিশন চ্যানেলের বিতর্ক সভার অনুষ্ঠানে যোগ দিয়ে চাঞ্চল্যকর ও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

ওই অনুষ্ঠান থেকে কুণালের দাবি, স্ত্রীকে রাজনৈতিক আক্রমণ করার জন্য রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে “দেখে নেবেন’’ বলে প্রকাশ্যেই হুঁশিয়ারি দিয়েছিলেন বিদায়ী রাজ্যপাল। জগদীপ ধনকড়কে কোট করে কুণাল বলেন, “সমস্ত তৃণমূল নেতারা আমার বিরুদ্ধে তোপ দাগলেও একমাত্র পার্থই সরাসরি আমার স্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেছে। আমার স্ত্রী কোনও রাজনীতি করেন না, রাজ্য রাজনীতি নিয়ে কোনওদিন কোথাও কোনও মন্তব্য করেননি। অথচ একমাত্র পার্থই তাঁকে (স্ত্রী) আক্রমণ করেছেন, তাই ওঁকে আমি কিছুতেই ছাড়ব না।” পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর ধনকড়ের সেই হুঁশিয়ারি খটকার জন্ম দিয়েছে বলেও মন্তব‌্য করেন কুণাল।

ওই অনুষ্ঠানে বক্তব্য রাখাকালীন কুণাল আরও একটি তথ্য ফাঁস করেন। যেখানে তিনি বলেন, “তৃণমূল প্রতিনিধিদের সেদিন ধনকড় জানিয়েছিলেন, আমার কাছে কয়েকটি প্রেয়ার ফর প্রসিকিউশন-এর ফাইল আছে, সেগুলি নিয়ে দ্রুত ব্যবস্থা নেব।” তাহলে কি প্রসিকিউশন অর্থাৎ ইডির হানা ও গ্রেফতারির অনুমতি দিয়েই ধনকড় রাজভবন ছাড়েন? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, গত ২৮ জুন তৃণমূলের একটি প্রতিনিধি দল রাজভবনে স্মারকলিপি দিতে গেলে তাঁদের সামনেই পার্থকে “দেখে নেওয়ার” হুঁশিয়ারি দিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ চাঞ্চল্যকর তথ্য ফাঁস করার পাশাপাশি এটাও বলেছেন, একবারের জন্যও তিনি দাবি করছেন না পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের নেপথ্যে ধনকড়ের সরাসরি কোনও ভূমিকা আছে। শুধুমাত্র সেদিনের হুঁশিয়ারির প্রেক্ষিতে একটা খটকা বা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে।


Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version