Sunday, May 4, 2025

হাইকোর্টের নির্দেশমতো ববিতা সরকারকে সুদ সমেত প্রথম কিস্তির টাকা ফেরালেন শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা অঙ্কিতা অধিকারী। এমনকি দ্বিতীয় কিস্তির টাকাও সুদ সমেত হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছেন অঙ্কিতা বলে জানিয়েছেন অঙ্কিতার আইনজীবী।

আরও পড়ুন:শুক্রবার ফের মানিককে তলব ইডির, পার্থ-অর্পিতার মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা

আদালতের নির্দেশ মতো স্কুলে শিক্ষকতার চাকরি পেলেও টাকা পাননি বলে হাই কোর্টের দ্বারস্থ হন ববিতা সরকার। তিনি বলেন, নির্দেশ মতো অঙ্কিতার কাজে যোগ দেওয়ার দিন থেকে চাকরী করা পর্যন্ত টাকা ববিতাকে ফিরিয়ে দিতে হবে বলে অঙ্কিতা অধিকারীকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ।কিন্তু সেই টাকা এখনও পাননি ববিতা। তাই ফের  আদালতের দ্বারস্থ হন তিনি। যদিও হাই কোর্টের নির্দেশে মন্ত্রীকন্যা অঙ্কিতা সেই টাকা হাই কোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছে বলেও আদালতে জানান অঙ্কিতার আইনজীবী ফিরদৌস শামীম। এরপরই বৃহস্পতিবার এই মামলার শুনানির দিন ধার্য করে আদালত।

উল্লেখ্য, রাজ্যের শিক্ষা প্রতমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার শিক্ষিকা হিসাবে নিয়োগ অবৈধ হিসাবে ঘোষণা করে আদালত। তাঁর নিয়োগ বাতিল করে ওই পদে চাকরি করার যোগ্য প্রার্থী ববিতা সরকারকে নিয়োগ দিতে বলেন বিচারপতি। ২ কিস্তিতে সেই টাকা ফেরত দিতে নির্দেশ দেন তিনি। সেই নির্দেশ মেনে প্রায় ১৫ লক্ষ টাকা আদালতের কাছে জমা দিয়েছেন অঙ্কিতা। ৭ জুলাই তাঁর শেষ কিস্তি দেওয়ার কথা ছিল। তবে, আজ সে টাকা মামলাকারী ববিতা সরকারকে ফিরিয়ে দেওয়া হয়।

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version