Saturday, November 15, 2025

হাইকোর্টের নির্দেশমত সুদ সমেত টাকা ববিতা সরকারকে ফেরাল অঙ্কিতা

Date:

হাইকোর্টের নির্দেশমতো ববিতা সরকারকে সুদ সমেত প্রথম কিস্তির টাকা ফেরালেন শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা অঙ্কিতা অধিকারী। এমনকি দ্বিতীয় কিস্তির টাকাও সুদ সমেত হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছেন অঙ্কিতা বলে জানিয়েছেন অঙ্কিতার আইনজীবী।

আরও পড়ুন:শুক্রবার ফের মানিককে তলব ইডির, পার্থ-অর্পিতার মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা

আদালতের নির্দেশ মতো স্কুলে শিক্ষকতার চাকরি পেলেও টাকা পাননি বলে হাই কোর্টের দ্বারস্থ হন ববিতা সরকার। তিনি বলেন, নির্দেশ মতো অঙ্কিতার কাজে যোগ দেওয়ার দিন থেকে চাকরী করা পর্যন্ত টাকা ববিতাকে ফিরিয়ে দিতে হবে বলে অঙ্কিতা অধিকারীকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ।কিন্তু সেই টাকা এখনও পাননি ববিতা। তাই ফের  আদালতের দ্বারস্থ হন তিনি। যদিও হাই কোর্টের নির্দেশে মন্ত্রীকন্যা অঙ্কিতা সেই টাকা হাই কোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছে বলেও আদালতে জানান অঙ্কিতার আইনজীবী ফিরদৌস শামীম। এরপরই বৃহস্পতিবার এই মামলার শুনানির দিন ধার্য করে আদালত।

উল্লেখ্য, রাজ্যের শিক্ষা প্রতমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার শিক্ষিকা হিসাবে নিয়োগ অবৈধ হিসাবে ঘোষণা করে আদালত। তাঁর নিয়োগ বাতিল করে ওই পদে চাকরি করার যোগ্য প্রার্থী ববিতা সরকারকে নিয়োগ দিতে বলেন বিচারপতি। ২ কিস্তিতে সেই টাকা ফেরত দিতে নির্দেশ দেন তিনি। সেই নির্দেশ মেনে প্রায় ১৫ লক্ষ টাকা আদালতের কাছে জমা দিয়েছেন অঙ্কিতা। ৭ জুলাই তাঁর শেষ কিস্তি দেওয়ার কথা ছিল। তবে, আজ সে টাকা মামলাকারী ববিতা সরকারকে ফিরিয়ে দেওয়া হয়।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version