Saturday, November 15, 2025

প্রকাশ্যে রাম-বামের যোগসূত্র! সোশ্যাল মিডিয়ায় একই সময় একই গ্রাফিক্স ব্যবহার শুভেন্দু-শতরূপের

Date:

শত চেষ্টা করেও ঢাকা দেওয়া গেল না রাম-বামের সমঝোতা। সংবাদমাধ্যমের সামনে যতই রাজ্যের দুই বিরোধী দল একে অপরকে নিশানা করুক না কেন, কিন্তু রাজ্যকে আক্রমণ শানাতে গিয়ে ঝুলি থেকে বেরিয়ে পড়ল বেড়াল। বৃহস্পতিবার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টাকা,সোনার গয়না। আর তা নিয়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি সংবাদমাধ্যমের গ্রাফিক্স ব্যবহার করে যে পোস্টটি করেন, তার কিছুসময় বাদে ঠিক একই গ্রাফিক্স ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। আর এতেই প্রকাশ্যে এসেছে বিজেপি ও সিপিএমের যোগসূত্র।বিজেপি ও সিপিএমের মধ্যে যে আগে থেকেই বোঝাপড়া রয়েছে, তা এই ঘটনা থেকে আরও একবার একবার প্রমাণিত হল বলে মন্তব্য তৃণমূলের। সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে ঠিক কী লিখেছেন শুভেন্দু ও শতরূপ?

আরও পড়ুন:বারুইপুরে পার্থর বাগানবাড়িতে মাঝরাতে রহস্যময় “চোরের দল”! তারপর?

শুভেন্দু একটি গ্রাফিক্স ব্যবহার করে তাঁর পোস্ট লেখেন, ‘‘টান টান উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কে জিতবে, বেলঘরিয়া না টালিগঞ্জ?’’ শতরূপের পোস্টেও ওই একই গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে।

এদিন অর্পিতার ফ্ল্যাট থেকে পাহাড় প্রমাণ টাকা সহ সোনা উদ্ধার করে ইডি। বাজেয়াপ্ত করেছে একাধিক দলিল। এর আগেও অর্পিতার টালিগঞ্জের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রায় ২২ কোটি টাকা। যদিও এ টাকার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফে জানান হয়েছে। এমনকি দলের তরফে সাফ জানান হয়েছে, পার্থ চট্টোপাধ্যয় যদি কোনওভাবে দোষী সাব্যস্ত হন, তবে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version