Monday, May 5, 2025

Nabadwip: প্রাপ্য সম্মানের দাবিতে কোর্টের দ্বারস্থ পুলওয়ামা কাণ্ডে আহত জওয়ান

Date:

জম্মু-কাশ্মীরে পুলওয়ামা হামলায় জখম হয়েছিলেন নবদ্বীপের সিআরপিএফ (CRPF) জওয়ান নিগমপ্রিয় চক্রবর্তী (Nigampriya Chakraborty)। দুটি বুলেট ছুঁয়ে গেছিল তাঁকে। বাঁ হাতে লেগেছিল গুলি, শিরদাঁড়ায় ছুঁয়ে যাওয়া গুলি এখনও আটকে আছে। তবু চলছে জীবনের যুদ্ধ। হার না মেনে এখনও লড়াই করে চলেছে জওয়ান। রাজ্য সরকারের সার্টিফিকেট অনুযায়ী, তিনি এখন বিশেষ ভাবে সক্ষম। কিন্তু কোনও সুযোগ সুবিধা কিছুই পান না। না আছে চাকরি না আছে বেতন। চাকরি পরবর্তী কোনও সুযোগ সুবিধা, না তাও নেই। এবার প্রাপ্য অধিকারের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ সিআরপিএফ নিগমপ্রিয়।

২০১৬ সালে পুলওয়ামায় হামলার মুখে পড়েছিল সিআরপিএফের যে দল সেই দলে ছিলেন নবদ্বীপের নিগমপ্রিয় চক্রবর্তী। ওই হামলায় শহিদ হন ৫ সিআরপিএফ জওয়ান। গুলিবিদ্ধ হওয়ার পরেও একা হাতে বেশ কয়েকজনকে ঘায়েল করেন নিগমপ্রিয়। কিন্তু এই সাহসিকতার পরিচয় দেওয়ার পরেও চিকিৎসার জন্য কোনরকম সুযোগ-সুবিধে পাচ্ছেন না তিনি। তার অভিযোগ, গ্যালান্ট্রি পুরস্কারের (Gallantry Award) জন্য তাঁর নাম সুপারিশ করা তো দূরের কথা জিজ্ঞাসাবাদও করা হয়নি তাঁকে। এবার তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় (Arindam Mukherjee) সিআরপিএফ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব একটি মেডিকেল বোর্ড গঠন করে নিগমপ্রিয়র চিকিৎসা করানর জন্য। সেই সঙ্গে তাঁকে গ্যালান্ট্রি পুরস্কারের (Gallantry Award) দেওয়ার বিষয়টিও পুনর্বিবেচনা করার কথা জানান বিচারপতি।


Related articles

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version