Thursday, November 13, 2025

‘আমার বাড়িকে মিনি-ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতেন পার্থ চট্টোপাধ্যায়’, ইডির কাছে দাবি অর্পিতার

Date:

অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে ইডি হেফাজতে পাঠিয়েছে আদালত। এই আবহে দুই জনের থেকেই তথ্য বের করতে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা। তবে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাকি তদন্তে সেভাবে সাহায্য করছেন না। তবে অর্পিতা মুখোপাধ্যায় নাকি মুখে খুলেছেন ইডির কাছে। সূত্র মারফত জানা গিয়েছে, ইডি কর্তাদের অর্পিতা বলেছেন, ‘আমার বাড়িকে মিনি-ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতেন পার্থ চট্টোপাধ্যায়।’এদিকে জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্য মিডিয়ার কাছে ‘ফাঁস’ হওয়ায় ইডির উপর ক্ষুব্ধ অর্পিতার আইনজীবীরা। জানা গিয়েছে, আগামী শুনানিতে এই ‘বয়ানে’র বিরোধিতা করবেন তাঁরা। পাশাপাশি ইডির ‘অক্ষমতা’ তুলে ধরতে সরকারেরই হিসেব কাজে লাগাতে পারেন অর্পিতার আইনজীবীরা। উল্লেখ্য, বিগত কয়েক বছরে প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনের অধীনে ইডি মাত্র ২৩ জনকে দোষী সাব্যস্ত করতে পেরেছে। এই পরিসংখ্যান তদন্তকারীদের জন্য বেশ অস্বস্তিকর বটে। তবে অর্পিতার ‘মুখ খোলার’ বিষয়টি অস্বস্তিকর হতে চলেছে পার্থবাবুর কাছে। এদিকে সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ও নাকি তদন্তে সহযোগিতার ইঙ্গিত দিয়েছেন তদন্তকারীদের। পার্থবাবু নাকি ইডি ক্রতাদের কাছে বলেছেন, ‘সবাই সুপারিশ পাঠাত।’

এর আগে পার্থ ও অর্পিতার গ্রেফতারির আগে অর্পিতার ফ্ল্যাটে ‘টাকার পাহাড়ে’র ছবি ভাইরাল হয়েছিল। অর্পিতা জানিয়েছেন, এই টাকা একটি ঘরে তিনি রেখে দিতেন। সেই ঘরে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় বা পার্থ চট্টোপাধ্যায়ের লোকদেরই ঢোকার অনুমতি ছিল। পার্থ চট্টোপাধ্যায় প্রতি সপ্তাহ বা দশদিনে একবার করে তাঁর ফ্ল্যাটে আসতেন বলে জানান অর্পিতা মুখোপাধ্যায়। এদিকে অর্পিতা জানান, তাঁর বাড়ি ছাড়া আরও এক মহিলার বাড়িকে ‘মিনি-ব্যাঙ্ক’ হিসেবে ব্যবহার করতেন পার্থ চট্টোরপাধ্যায়। পাশাপাশি অর্পিতা দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায় কোনও দিন তাঁকে এই কথা জানাননি যে তাঁর ফ্ল্যাটের সেই ঘরে কত টাকা রাখা। তদন্তকারীদের কাছে অর্পিতা জানান, ২০১৬ সালে এক বাঙালি অভিনেতা তাঁকে পার্থবাবুর সঙ্গে আলাপ করিয়ে দেন। এদিকে অর্পিতা এও মেনে নেন যে তাঁর ফ্ল্যাটে থাকা এই নগদ টাকা বিভিন্ন ক্ষেত্রে নেওয়া ঘুষ। এই সব স্বীকারোক্তির পর পার্থ চট্টোপাধ্যায় আরও বিপাকে পড়তে চলেছেন বলে মনে করা হচ্ছে। এদিকে আজকে বেলঘড়িয়ায় অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চালান ইডি কর্তারা। উদ্ধার হয়েছে ২০ কোটি টাকা, প্রচুর সম্পত্তির নথি, ৩ কেজি সোনা সহ নানা নথি।

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version