Thursday, August 21, 2025

 পরিচালকের বিরুদ্ধে কোটি টাকার মামলা! যশ- শিলাদিত্য সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন

Date:

Share post:

রাজ্য জুড়ে যখন কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে কোনও এক মডেল অভিনেত্রীর বাড়ি থেকে তখন কোটি টাকার মানহানির মামলা করতে চলেছেন টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। তবে তিনি যাঁর বিরুদ্ধে মামলা করতে চলেছেন বলে জানা গেছে তিনি টালিগঞ্জের নামজাদা পরিচালক শিলাদিত্য মৌলিক (Shiladitya Moulik। তাঁর পরিচালনায় ‘চিনেবাদাম’ (Chine Badam)ছবিতে অভিনয় করেছেন যশ। টলি সূত্রের খবর পরিচালক শিলাদিত্য মৌলিকের বিরুদ্ধে নাকি কোটি টাকার মানহানির মামলা দায়ের করতে চলেছেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)।

টলিউডের জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত। একাধিক বাংলা ছবিতে কাজ করে দর্শকের মনে নিজের জায়গা করে নিয়েছেন। সম্প্রতি তিনি অভিনেত্রী এনা সাহার (Ena Saha)সঙ্গে ‘চিনেবাদাম’ ছবিতে কাজ করেন যে ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন শিলাদিত্য মৌলিক। এর আগে তিনি ‘ সোয়েটার’ (Sweater), ‘হৃদপিণ্ড’ (Hridpindo) -এর মতো প্রেমের ছবি একটু অন্যরকম ভাবে বাঙালি দর্শকের কাছে পরিবেশন করেছেন। যশ ও শিলাদিত্যর সম্পর্কের তিক্ততা শুরু ‘চিনেবাদাম’ ছবির সময় থেকেই। শোনা গেছিল এক পার্শ্ব অভিনেতার চেহারা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যশ। তাঁর সঙ্গে এক ছবিতে কাজ করা নিয়েও আপত্তি জানান অভিনেতা। ছবির প্রচারে অংশ নেন নি তিনি। বৃহস্পতিবার সকাল থেকেই টলিউড জুড়ে গুঞ্জন। পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে অভিনেতা যশ দাশগুপ্তর (Yash Dasgupta) সম্পর্কের তিক্ততা এতটাই বেড়েছে যে এবার নাকি তাঁদের মধ্যে প্রবেশ করেছে আইন-আদালত! টলিপাড়ার গুঞ্জন বলছে, বুধবার সকালেই নাকি যশের তরফ থেকে পরিচালককে আইনি নোটিস পাঠানো হয়েছে। তার পরে শিলাদিত্যও যোগাযোগ করেছেন তাঁর ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে। তাঁর কাছে যশের তরফ থেকে আগে পাঠানো ছবি সংক্রান্ত হোয়াটসঅ্যাপ রয়েছে। পরিচালক এবং প্রযোজকের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ওই বার্তা হাতিয়ার করেই নাকি অভিনেতার বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা ঠুকতে চলেছেন তিনিও ।


spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...