Saturday, May 17, 2025

খোদ কেন্দ্রীয় মন্ত্রীর লোকসভা কেন্দ্রেই পানীয় জল খেয়ে পেটব্যাথা, বমি, পেটখারাপ। যার জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২ জনের। অসুস্থ কমপক্ষে ৪৫। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ৩৫ জন। ঘটনাটি ঘটেছে কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেলের লোকসভা তথা মধ্যপ্রদেশের দামোহ শহরের কাছে খানছড়ি পাটি নামক একটি গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুন:বিচারপতিদের আক্রমণ করার একটা সীমা আছে: ফের সংবাদ মাধ্যমকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

জেলা প্রশাসন সূত্রের খবর,  খানছড়ি পাটি গ্রামের এক বয়স্ক পুরুষ ও মহিলা এই জল খাওয়ার পর অসু্স্থ বোধ করতে শুরু করেন। স্বাস্থ্য বিভাগের দল চিকিৎসা করতে আসার আগেই তাঁরা মারা যান। এর পর আরও দশ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় দামোহ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয় আরও পঁয়ত্রিশ জনকে । মৃত ব্যক্তির আত্মীয়দের দাবি, কুয়োর জলই পান করেন গ্রামবাসীরা। কিন্তু জলে নোংরা ঢুকে যাওয়ায় জল দূষিত হয়ে পড়েছে। আর তাতেই মৃত্যু হয়েছে দু’জনের। প্রশ্ন উঠছে যে, যেখানে জলশক্তি মন্ত্রালয় ২০২৪ সালের মধ্যে ‘জল জীবন’ প্রকল্পের আওতায় ভারতের প্রতিটি বাড়িতে জলের কল লাগানোর পরিকল্পনা করছে, সেখানে খোদ জলশক্তি প্রতিমন্ত্রীর লোকসভা কেন্দ্রে কুয়োর জল পান করেন গ্রামবাসীরা?তবে ডাবল ইঞ্জিন সরকারের এ কেমন ‘উন্নয়ন’?  যদিও এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি জেলা প্রশাসন।

চিকিৎসকরা জানিয়েছেন, কূপের দূষিত জল খাওয়ার পর পেটের ভিতর তীব্র প্রদাহ শুরু হওয়ার ফলেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন।চিকিৎসকদের প্রাথমিক অনুমান, দূষিত জল পান করে ডায়েরিয়া, বমি, পেটে সংক্রমণ হচ্ছে। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

Related articles

নামার সময় দুটুকরো হেলিকপ্টার! কেদারনাথে উড়ান নিরাপত্তায় প্রশ্ন

কেদারনাথের হেলিপ্যাডে নামার আগের মুহূর্তে বড়সড় বিপদের মুখে যাত্রীবাহী হেলিকপ্টার। এয়ার অ্যাম্বুল্যান্সের কাজে নিযুক্ত হেলিকপ্টারটি (helicopter) যান্ত্রিক গোলযোগের...

বিদেশে পাক-বিরোধী প্রচারে কোন বিপক্ষ সাংসদরা, তালিকা প্রকাশ কেন্দ্রের

পাকিস্তান বিরোধী প্রচারে একাধিক দেশে যাবেন ভারতের সাংসদরা। এক একটি দেশে সাংসদদের যে প্রতিনিধিরা যাবেন তাঁদের নেতৃত্বে থাকবেন...

বৃষ্টির আশঙ্কা নিয়েই আজ দ্বিতীয় দফার আইপিএল শুরু, ফেভারিট বিরাটরা 

ভারত-পাক সংঘাতের আবহে ধরমশালায় বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল ম্যাচ (পঞ্জাব সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস)। সাময়িক বিরতি কাটিয়ে...

ভোটার লিস্টে কারচুপির অভিযোগ! সাসপেন্ড কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার, রিপোর্ট তলব কমিশনের

অনৈতিক উপায়ে ভোটার লিস্টের তথ্য বিকৃতির অভিযোগে নির্বাচন কমিশনে কাজ করা এক সরকারি কর্মীকে সাসপেন্ড করা হলো। অভিযুক্তের...
Exit mobile version