Saturday, May 17, 2025

খোদ কেন্দ্রীয় মন্ত্রীর লোকসভা কেন্দ্রেই পানীয় জল খেয়ে পেটব্যাথা, বমি, পেটখারাপ। যার জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২ জনের। অসুস্থ কমপক্ষে ৪৫। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ৩৫ জন। ঘটনাটি ঘটেছে কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেলের লোকসভা তথা মধ্যপ্রদেশের দামোহ শহরের কাছে খানছড়ি পাটি নামক একটি গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুন:বিচারপতিদের আক্রমণ করার একটা সীমা আছে: ফের সংবাদ মাধ্যমকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

জেলা প্রশাসন সূত্রের খবর,  খানছড়ি পাটি গ্রামের এক বয়স্ক পুরুষ ও মহিলা এই জল খাওয়ার পর অসু্স্থ বোধ করতে শুরু করেন। স্বাস্থ্য বিভাগের দল চিকিৎসা করতে আসার আগেই তাঁরা মারা যান। এর পর আরও দশ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় দামোহ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয় আরও পঁয়ত্রিশ জনকে । মৃত ব্যক্তির আত্মীয়দের দাবি, কুয়োর জলই পান করেন গ্রামবাসীরা। কিন্তু জলে নোংরা ঢুকে যাওয়ায় জল দূষিত হয়ে পড়েছে। আর তাতেই মৃত্যু হয়েছে দু’জনের। প্রশ্ন উঠছে যে, যেখানে জলশক্তি মন্ত্রালয় ২০২৪ সালের মধ্যে ‘জল জীবন’ প্রকল্পের আওতায় ভারতের প্রতিটি বাড়িতে জলের কল লাগানোর পরিকল্পনা করছে, সেখানে খোদ জলশক্তি প্রতিমন্ত্রীর লোকসভা কেন্দ্রে কুয়োর জল পান করেন গ্রামবাসীরা?তবে ডাবল ইঞ্জিন সরকারের এ কেমন ‘উন্নয়ন’?  যদিও এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি জেলা প্রশাসন।

চিকিৎসকরা জানিয়েছেন, কূপের দূষিত জল খাওয়ার পর পেটের ভিতর তীব্র প্রদাহ শুরু হওয়ার ফলেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন।চিকিৎসকদের প্রাথমিক অনুমান, দূষিত জল পান করে ডায়েরিয়া, বমি, পেটে সংক্রমণ হচ্ছে। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

Related articles

মুম্বইয়ে সক্রিয় আইএস স্লিপার সেল! NIA-র হাতে গ্রেফতার ২

দেশের ভিতরেই সক্রিয় ছিল পাকিস্তানি জঙ্গিদের স্লিপার সেল (sleeper cell)। পহেলগাম হামলায় (Pahalgam attack) ২৬ জনের মৃত্যুর পরে...

বেকবাগানের কাছে বহুতলে অগ্নিকাণ্ড, দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

ফের মহানগরীতে অগ্নিকাণ্ড। শনিবার, দুপুর ৩টের কিছু পরে বেকবাগানের কাছে বহুতলে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যাওয়া একটি ফ্লোর...

কৃষ্ণসার হরিণহত্যা মামলায় সইফ-তাব্বুকে বেকসুর খালাস কেন, হাইকোর্টে রাজস্থান সরকার

সময়টা ভালো যাচ্ছে না বলিউড (Bollywood) তারকাদের। কখনও প্রাণনাশের হুমকি, কখনওবা নিজের বাড়িতে হামলায় আক্রান্ত হচ্ছেন টিনসেল টাউনের...

লক্ষ্য উন্নয়ন, গ্রামবাংলার সার্বিক রাস্তা নির্মাণে রেকর্ড রাজ্যের

বাংলার গ্রামীণ রাস্তা নির্মাণে নতুন রেকর্ড তৈরি করল রাজ্য সরকার। গ্রামীণ এলাকায় সার্বিক উন্নয়নের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...
Exit mobile version