Friday, August 22, 2025

চার টাকা লিটার প্রতি গোমূত্র কিনছে ছত্তিশগড়ের কংগ্রেস সরকার

Date:

ভারতীয় রাজনীতিতে বারবার চর্চায় এসেছে গোমূত্র (cow urine)। গোমূত্রর গুণাগুণ নিয়ে বহুবার বিতর্কে জড়িয়েছে বিজেপির নেতা-নেত্রীরা। এবার বিজেপির দেখানো পথেই হাঁটল কংগ্রেস শাসিত ছত্তিশগড় (Chhattisgarh)। রাজ্যের মন্ত্রী ভুপেশ বাঘেল (Bhupesh Baghel) জানান, সরকার কৃষকদের থেকে গোমূত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে। যা গ্রামীণ অর্থনীতিকে (Rural Economic) উজ্জীবিত করতে সাহায্য করবে।

ইতিমধ্যেই সরকার চার টাকা লিটার প্রতি গোমূত্র কিনেছে বাঘেল সরকার। গত ২ বছরে ১৫০ কোটি টাকারও বেশি মূল্যের গোবর সংগ্রহ করা হয়েছে। জৈব কীটনাশক ও ছত্রাকনাশক তৈরির প্রাথমিক উপাদান গোমূত্র। সেই কারণে ছত্তিশগড় সরকার কৃষকদের থেকে গোমূত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে দুটি স্বতন্ত্র প্রানীসম্পদ আশ্রয়কেন্দ্র থেকে গোমূত্র সংগ্রহ করা হবে। গৌথান ন্যায় যোজনা কমিটি গোমূত্রের দাম নির্ধারণ করবে বলে জানিয়েছেন এক সরকারি আধিকারিক। তবে কৃষি উন্নয়ন ও কৃষক কল্যাণ সমিতি ৪ টাকা লিটার প্রতি গোমূত্র কিনছে বলে সূত্রের খবর।

ইতিমধ্যে এ নিয়ে গৌথান ন্যায় কমিশনের পরিচালক, কৃষি ও পরিবেশ দফতরের সঙ্গে বৈঠকে বসার জন্য নির্দেশ দিয়েছেন। দুটি স্বাধীন গৌথান চিহ্নিত করার পাশাপাশি, গোমূত্র সংগ্রহের প্রশিক্ষণের জন্য স্বনির্ভর মহিলা গোষ্ঠীকে কাজে লাগানো হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। নতুন এই যোজনায় ৫ হাজারের বেশি গোশালা তৈরি করার সিদ্ধান্তের কথা জানান ছত্তিশগড়ের মুখমন্ত্রী।

আরও পড়ুন- বিরোধীদের চাপে অবশেষে সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনায় রাজি সরকার

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...
Exit mobile version