Sunday, November 9, 2025

চার টাকা লিটার প্রতি গোমূত্র কিনছে ছত্তিশগড়ের কংগ্রেস সরকার

Date:

ভারতীয় রাজনীতিতে বারবার চর্চায় এসেছে গোমূত্র (cow urine)। গোমূত্রর গুণাগুণ নিয়ে বহুবার বিতর্কে জড়িয়েছে বিজেপির নেতা-নেত্রীরা। এবার বিজেপির দেখানো পথেই হাঁটল কংগ্রেস শাসিত ছত্তিশগড় (Chhattisgarh)। রাজ্যের মন্ত্রী ভুপেশ বাঘেল (Bhupesh Baghel) জানান, সরকার কৃষকদের থেকে গোমূত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে। যা গ্রামীণ অর্থনীতিকে (Rural Economic) উজ্জীবিত করতে সাহায্য করবে।

ইতিমধ্যেই সরকার চার টাকা লিটার প্রতি গোমূত্র কিনেছে বাঘেল সরকার। গত ২ বছরে ১৫০ কোটি টাকারও বেশি মূল্যের গোবর সংগ্রহ করা হয়েছে। জৈব কীটনাশক ও ছত্রাকনাশক তৈরির প্রাথমিক উপাদান গোমূত্র। সেই কারণে ছত্তিশগড় সরকার কৃষকদের থেকে গোমূত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে দুটি স্বতন্ত্র প্রানীসম্পদ আশ্রয়কেন্দ্র থেকে গোমূত্র সংগ্রহ করা হবে। গৌথান ন্যায় যোজনা কমিটি গোমূত্রের দাম নির্ধারণ করবে বলে জানিয়েছেন এক সরকারি আধিকারিক। তবে কৃষি উন্নয়ন ও কৃষক কল্যাণ সমিতি ৪ টাকা লিটার প্রতি গোমূত্র কিনছে বলে সূত্রের খবর।

ইতিমধ্যে এ নিয়ে গৌথান ন্যায় কমিশনের পরিচালক, কৃষি ও পরিবেশ দফতরের সঙ্গে বৈঠকে বসার জন্য নির্দেশ দিয়েছেন। দুটি স্বাধীন গৌথান চিহ্নিত করার পাশাপাশি, গোমূত্র সংগ্রহের প্রশিক্ষণের জন্য স্বনির্ভর মহিলা গোষ্ঠীকে কাজে লাগানো হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। নতুন এই যোজনায় ৫ হাজারের বেশি গোশালা তৈরি করার সিদ্ধান্তের কথা জানান ছত্তিশগড়ের মুখমন্ত্রী।

আরও পড়ুন- বিরোধীদের চাপে অবশেষে সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনায় রাজি সরকার

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version