Sunday, August 24, 2025

শুভেন্দুর হুঁশিয়ারির পর এবার ইডির নোটিশ বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে

Date:

সম্প্রতি বিধানসভায় সরাসরি কৃষ্ণ কল্যাণীকে(Krishna Kalyani) হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। এর ঠিক পর এবার রায়গঞ্জের বিধায়ককে নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। তাঁর সংস্থার বিজ্ঞাপনী খরচ সংক্রান্ত লেনদেনে গরমিলের অভিযোগে নোটিশ পাঠানো হয়েছে বিধানসভার পিএসি চেয়ারম্যানকে(PAC Chairman)।

ইডি সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত দু’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। সেই অভিযোগেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। গত ২৫ জুলাই ইডির কৃষ্ণ কল্যাণীর সংস্থার ঠিকানায় পাঠানো হয় এই নোটিশ। হিসেব চাওয়া হয়েছে বিজ্ঞাপন বাবদ খরচের। প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এরপর তৃণমূলে যোগ দেন তিনি। মকুল রায় পিএসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলে এই পদে কৃষ্ণ কল্যাণীকে মনোনীত করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও খাতায় কলমে এখনও বিজেপির বিধায়ক তিনি।

উল্লেখ্য, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে যে বারবার বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে বিজেপি ব্যবহার করছে এ অভিযোগ নতুন নয়। তাৎপর্যপূর্ণভাবে কৃষ্ণ কল্যাণী তৃণমূলে যোগ দেওয়ার পর বিধানসভার বাজেট অধিবেশনে তাঁকে একপ্রকার ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুতরাং বিরোধী দলনেতার অঙ্গুলিহেলনে এই নোটিশ প্রাপ্তি বলে মনে করা হচ্ছে। হুমকির একমাস কাটার আগেই মিলল ইডি এই নোটিশ। যার জেরে বিজেপির ওয়াশিং মেশিন তত্ত্ব আরও জোরালো হল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version