Friday, August 29, 2025

এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। গ্রেফতার হন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও (Arpita Makhurjee)। অর্পিতার বিভিন্ন সম্পত্তির হদিশ পায় ইডি (ED)। রাজ্যের নানা প্রান্তের ফ্ল্যাটে তল্লাশিতে মেলে বিপুল টাকা, তাল তাল সোনা। তদন্তে নেমে বেশ কিছু সম্পত্তিতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর। আরও জানতে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরে করার সম্ভাবনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

একনজরে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত কী কী মিলল-

• ২২ জুলাই টলিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি টাকা ৯০ লক্ষ টাকা উদ্ধার হয়। সঙ্গে ৫৬ লক্ষ টাকার বিদেশি মুদ্রা ও ৭৬ লক্ষ টাকার সোনার গয়না।
• টালিগঞ্জের ওই ফ্ল্যাট থেকেই মেলে ১৮টি দামি মোবাইল ফোন।
• বেলঘরিয়ায় ক্লাব টাউন হাইটস-এর ৫ নম্বর ব্লকের ৮-এ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা ও ৪ কোটি ৩১ লক্ষ টাকার সোনার গয়না।
• টালিগঞ্জ এবং বেলঘরিয়ার তিনটি ফ্ল্যাট বাদে, চিনার পার্কের একটি আবাসনে অর্পিতার আর একটি ফ্ল্যাট রয়েছে বলে ইডি সূত্রে খবর। সেই ফ্ল্যাটের তালা ভেঙে ঢুকে বেশ কিছু নথি উদ্ধার করে ইডি।
• কসবার রাজডাঙায় ‘ইচ্ছে এন্টারটেইনমেন্ট’। এই সংস্থার ডিরেক্টর অর্পিতা। বাড়িটি বিয়ের জন্যেও ভাড়া দেওয়া হত বলে অভিযোগ। বাড়ি বাবদ বিপুল কর ফাঁকি দেওয়া হয়েছে পুরসভায়।
• আনন্দপুরের মাদুরদহেও অর্পিতার একটি আবাসনের খোঁজ মিলেছে। এই ফ্ল্যাটে কী করা হত তা নিয়ে তদন্ত চলছে।

• বীরভূমে ১০ কাঠার বেশি জমির উপর তৈরি ‘অপা’ নামে একটি বাড়ির মালিকও অর্পিতা।
• বারুইপুরের একটি বাগানবাড়ি ‘পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি’ বলে এলাকায় পরিচিত। বাড়িটি পার্থের মেয়ে সোহিনীর নামে কেনা বলে সূত্রের খবর।
• অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে তাঁর নামে কোটি টাকার উপর এফডি-র কাগজ পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর। মিলেছে সম্পত্তির দলিল, শেয়ারের কাগজ, একাধিক পেন ড্রাইভ, সিডি, ট্যাব ও দামি হাতঘড়ি।

আরও পড়ুন- SSC দুর্নীতি: বিজেপি ও কংগ্রেসের মিছিলে রণক্ষেত্র শহরের রাজপথ

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version