Wednesday, November 5, 2025

Partha -Arpita: অর্পিতার ফ্ল্যাটে অসহায় অবস্থায় পড়ে আছে পার্থর ৯টি কুকুর!

Date:

কোটি কোটি টাকা উদ্ধার যাঁর ফ্ল্যাট থেকে তিনি এখন সিজিও কমপ্লেক্সে (CGO complex) ইডির (ED) জেরার মুখে জেরবার। আর সেই ফ্লাটে নিরীহ সারমেয়রা (Dogs)। নয় নয় করে প্রায় ৯টি কুকুর রয়েছে সেই আবাসনে, জানাচ্ছেন প্রতিবেশীরা।

ইডির জেরার মুখে কখনও ভেঙে পড়ছেন কখনও কেঁদে ভাসাচ্ছেন। গতকাল থেকে নানা ভঙ্গিমায় সংবাদমাধ্যমের সামনে ধরা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। ইতিমধ্যেই তাঁর আরও একটি কোম্পানির হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এসব নিয়ে যখন রাজ্যে রাজনীতিতে চলছে টানাপোড়েন তখন সেই আবাসনে বন্দি দশা পোষ্যদের। সূত্র মারফত জানা যায়, আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে থাকা একটি ফ্ল্যাটে বন্দি হয়ে রয়েছে ন’টি উন্নত প্রজাতির সারমেয়। যাদের দাম সব মিলিয়ে প্রায় লাখ চারেক টাকার বেশি। আবাসনের বাসিন্দারা বলছেন ওই সবকটাই নাকি পার্থ চট্টোপাধ্যায়ের কুকুর, যার দেখাশোনার দায়িত্ব ছিল অর্পিতার উপর। ঐ ফ্ল্যাটে প্রায় ১,৬০০ বর্গফুট জায়গায় অন্তত ন’টি কুকুর। প্রতিবেশীরা বলছেন, রটওয়েলার, ইংলিশ বুলডগ (English bulldog), ফ্রেঞ্চ বুলডগ (French Bulldog) ছাড়াও পাগ এবং বিগ্‌ল প্রজাতির কুকুর রয়েছে। দু’টি করে ল্যাব্রাডর (labrador retriever) এবং গোল্ডেন রিট্রিভারও (golden retriever) আছে বলে জানা যায়। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তৈরি হওয়া বিতর্কে কুকুরের প্রসঙ্গও উঠে এসেছিল। যদিও মাস দুই হল ওই কুকুরদের আর ফ্ল্যাটের নিচে নামতে দেখা যায়নি বলে মত আবাসিকদের। তবে ওই জায়গার মধ্যে এত কুকুর কীভাবে দিন কাটাচ্ছে তা নিয়ে চিন্তিত আবাসনের পশুপ্রেমীরা (Animal lovers)।


Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version