Wednesday, November 12, 2025

Sourav Ganguly: ফের ব্যাট হাতে নামতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

ফের ব্যাট হাতে নামতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতের (India) স্বাধীনতা দিবসের ৭৫ বছর উপলক্ষে চ্যারিটি ম্যাচ খেলতে নামবেন বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President)। লেজেন্ডস লিগে চ্যারিটি ম্যাচ খেলতে দেখা যাবে ভারতের প্রাক্তন অধিনায়ককে। আয়োজকদের তরফে জানান হয়েছে সৌরভের খেলার খবর। ইনস্টাগ্রামে ম্যাচ খেলার কথা স্বীকার করেছেন সৌরভ নিজেও।

এই ম্যাচে বেশকিছু প্রাক্তন ক্রিকেটারদের খেলতে দেখা যাবে। ভারতেই অনুষ্ঠিত হতে চলেছে এই লেজেন্ডস লিগ। শুক্রবার জিম সেশনের ছবি ইনস্টাগ্রাম পোস্ট করে নিজের প্রস্তুতির কথা স্বয়ং জানিয়েছেন বোর্ড সভাপতি। এই বিশেষ ম্যাচের জন্য যে তিনি মুখিয়ে রয়েছেন তাও বোঝা গিয়েছে এই পোস্টে।

এই প্রতিযোগিতার মূল আয়োজক বলেন, “বাকি কিংবদন্তিদের সঙ্গে সৌরভ যে ম্যাচ খেলার জন্য রাজি হয়েছে, এর জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। উনি আজীবন কিংবদন্তি থেকে যাবেন। ক্রিকেটের স্বার্থে সৌরভ বার বারই এগিয়ে এসেছেন। এবার বিশেষ কারণে ম্যাচ খেলতে নামবেন তিনি। আশা করি ওঁর ব্যাট হাতে পুরনো দিনের মতো শট আবার দেখতে পাব।”

বেশ কিছুদিন আগে ইডেনে বোর্ড সভাপতি একাদশের নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ব্যাট হাতে নেমেছিলেন তিনি। জয় শাহর দলের বিরুদ্ধে ম্যাচ খেলেন বিসিসিআই প্রেসিডেন্ট। সৌরভ যেমন মাঠে নামতে মুখিয়ে রয়েছেন ঠিক তেমনি তাঁর অগনিত ভক্ত মুখিয়ে রয়েছেন ফের তাঁর কভার ড্রাইভ, বাপি বাড়ি যা শট দেখার জন্য।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে প্রথম ম‍্যাচে জয় সিন্ধুর, ঘানাকে ৫-০ ব্যবধানে হারাল মহিলা হকি দল

 

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version