Saturday, August 23, 2025

এসএসসি দুর্নীতি(SSC Scam) নিয়ে এবার সংসদে(Parliament) সরব হয়ে উঠল রাজ্য গেরুয়া শিবির। শুধু তাই নয় কেন্দ্রের(Central) জারি করা নয়া নিয়ম ভেঙে বিজেপি(BJP) সাংসদদের দেখা গেল গান্ধী মূর্তির পাদদেশে ধরনা দিতে। আর এই ঘটনাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে নিজেদের জারি করা নিষেধাজ্ঞা ভেঙে কীভাবে এই কর্মসূচিতে সামিল হল গেরুয়া শিবির।

রাজ্যে দুর্নীতির অভিযোগ তুলে সোমবার গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় শামিল হতে দেখা যায় রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার, দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, খগেন মুর্মু সহ ৭ সাংসদকে। সুকান্তর তরফে অভিযোগ তোলা হয়, শুধু পার্থ চট্টোপাধ্যায় এতবড় দুর্নীতি করতে পারেন না। তৃণমূলের অনেকেই এর সঙ্গে জড়িত। সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এদিকে এবিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে যগাযগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে বিস্তারিত সংসদীয় দলের নেতৃত্ব বলবেন।”

তবে যে প্রশ্ন উঠতে শুরু করেছে তা হলো, বাদল অধিবেশনে ধরনা কর্মসূচির বিরোধিতা করেছিল কেন্দ্র। সেই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছিলেন তৃণমূল সাংসদরাও। তা সত্ত্বেও কীভাবে নিষেধাজ্ঞা অমান্য করে সংসদ চত্বরে ধরনায় শামিল হলেন বঙ্গ বিজেপি সাংসদরা? এবিষয়ে তোপ দেগে তৃণমূলের তরফে জানানো হয়েছে, “ধরনা দেওয়া যাবে না, সে নিয়ম তো বিজেপিই তৈরি করেছিল। আজ ওরাই বসে পড়ল? মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধরণা হলে, তা করা যাবে না। অথচ বিজেপি চাইলে করতেই পারে?”


Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version