Friday, August 22, 2025

মন্ত্রিসভার রদবদল নিয়ে জল্পনার মাঝেই তৃণমূলের(TMC) সাংগঠনিক ক্ষেত্রে দেখা গেল ব্যাপক বদল। সরিয়ে দেওয়া হল বহু সাংগঠনিক জেলা সভাপতিকে(District President)। তাঁদের পরিবর্তে আনা হল একাধিক নতুন। উল্লেখযোগ্য হল নয়া জেলা সভাপতির তালিকায় দেখা গেল একাধিক মহিলা মুখ। যদিও বেশকিছু সাংগঠনিক জেলায় নাম ঘোষণা এখনও করা হয়নি দলের তরফে।

সোমবার তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে যে তালিকা প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, দলের জেলাসভাপতির পদে একাধিক জায়গায় মহিলা মুখের উপর আস্থা রেখেছেন তৃণমূলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই তালিকায় দার্জিলিংয়ে দুটি সাংগঠনিক জেলা কমিটি করেছে তৃণমূল। পাহাড়ে সভাপতি করা হয়েছে সাংসদ শান্তা ছেত্রীকে(Shanta Chhetri)। দার্জিলিং সমতলে দায়িত্ব রাখা হয়েছে পাপিয়া ঘোষকে। জলপাইগুড়ির জেলা সভাপতি হয়েছে মহুয়া গোপ। এর পাশাপাশি মুর্শিদাবাদ ও বহরমপুরে সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে শাঁওনি সিং রায়কে। আগে এই দুটি সাংগঠনিক জেলা পৃথক ছিল এবার তা মিশিয়ে দেওয়া হয়েছে। বারাসাতে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অশনি মুখোপাধ্যায়কে সরিয়ে জেলা সভাপতি করা হয়েছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। বনগাঁর জেলা সভাপতির দায়িত্বে আনা হয়েছে বাগদার বিধায়ক বিশ্বজিত দাসকে। বসিরহাটে জেলা সভাপতির দায়িত্বে আনা হয়েছে সরোজ বন্দ্যোপাধ্যায়কে। আগে উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি পদে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

এর পাশাপাশি সুন্দরবন জেলার চেয়ারম্যান পদে আনা হয়েছে নমিতা সাহাকে। হুগলি- শ্রীরামপুর জেলার চেয়ারম্যান পদে এসেছেন অসিমা পাত্র। তৃণমূল বিধায়ক বিরবাহা সোরেন টুডুকে ঝাড়গ্রাম জেলার চেয়ারম্যান পদে আনা হয়েছে।

এক ঝলকে দেখে নিন তালিকা…


 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version