অভিজিৎ গঙ্গোপাধ্যায় – বর্তমানে তাঁকে একডাকে সকলেই চেনেন। কয়েকমাস আগেই সংবাদ শিরোনামে ধারাবাহিকতা বজায় রেখে উঠে আসছে তাঁর নাম। যত সময় গড়িয়েছে রাজ্যের সাধারণ মানুষের কাছে তিনি চরম আস্থার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) বিচারপতি (Justice) হওয়ার পাশাপাশি এবার তিনি অন্য অবতারে ধরা দিলেন। তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। সম্প্রতি পরামর্শদাতা (Consultant) হিসাবে দেখা গেল তাঁকে। এ যেন অন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একাধিকবার বিভিন্ন মামলায় নিজের সম্পর্কে বিচারপতি জানিয়েছিলেন, তিনি কখনও ভয় পান না। অন্যায়ের সঙ্গে তিনি আপোষ করেননি, করবেন না। বর্তমানে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে (Jalpaiguri Circuit Bench) গিয়েছেন বিচারপতি। কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, এখন ১৫ দিনের জন্য তিনি সেখানেই থাকবেন। আগামী কয়েকদিন তিনি সার্কিট বেঞ্চে মামলার বিচার করবেন। ১ অগাস্ট সোমবার থেকে জলপাইগুড়িতে ফের চালু হয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। কলকাতার পাশাপাশি এবার সেখানেও থাকবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
তবে শুধু সিনিয়রদেরই নয়, বার অ্যাসোসিয়েশনের জুনিয়র আইনজীবীদেরও উৎসাহিত করেন বিচারপতি। ধৈর্য সহকারে একাধিকবার বুঝিয়ে দেন আদালতের যাবতীয় জটিল বিষয়। জুনিয়র আইনজীবীদের উৎসাহিত করতে দেখা যায় বিচারপতিকে। তবে বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা জানান, ওনার মতো এমন একজন বিচারপতিকে কাছে পেয়ে আমরা আনন্দিত। ওনার বক্তব্য সিনিয়র, জুনিয়র সবাইকে উৎসাহিত করবে এবং ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন সকলকেই বারবার হাইকোর্টের মামলায় অংশগ্রহণ করতে বলেন। পাশাপাশি, আইনের একাধিক বিষয়ে লেখাপড়া করারও নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।