Monday, December 22, 2025

নতুন পেনসিল চাইলে মা মারে, ম্যাগিও দেয় না: মূল্যবৃদ্ধির যন্ত্রণায় মোদিকে চিঠি খুদের

Date:

Share post:

মূল্যবৃদ্ধির(Price Hike) যন্ত্রণায় নাকাল দেশবাসী। প্রবল দাম বাড়ায় আয়ের চেয়ে বেড়ে গিয়েছে খরচ। পরিস্থিতি এতটাই খারাপ যে বাড়ির ছোটদের বায়নার পাল্টা জুটছে বকাঝকা। পেনসিল-রবারের মতো পঠন-পাঠন সামগ্রীর দাম বাড়ায় হিসেবের খাতায় তাতেও পড়েছে লাগাম। অসহ্যজনক এই পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রীর(Prime Minister) কাছে মূল্যবৃদ্ধি নিয়ে নালিশ জানালো এক খুদে। যে চিঠি ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

পেনসিল হারিয়ে ফেলায় মায়ের কাছে বকা খাওয়ার পাশাপাশি মা জানিয়েছে পেনসিল-রাবারও দামি হয়ে গিয়েছে। এমনকি প্রিয় খাবার ম্যাগিরও দাম বেড়ে গিয়েছে। গুরুতর এই সমস্যার কথা জানিয়েই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কনৌজের ছিব্রামউয়ের বাসিন্দা, প্রথম শ্রেণির পড়ুয়া কৃতী দুবে(Kriti Dube) মোদিকে চিঠি লেখে। যে চিঠিতে উঠে এসেছে মূল্যবৃদ্ধির জেরে ভয়াবহ ভোগান্তির কথা। মোদির উদ্দেশ্যে বছর ছয়েকের ওই পড়ুয়ার নালিশ, “আমার নাম কৃতী দুবে। ক্লাস ওয়ানে পড়ি। মোদিজি, জিনিসপত্রের দাম খুব বেড়ে গিয়েছে। এমনকী, আমার পেনসিল-রাবারও দামি হয়ে গিয়েছে। ম্যাগির দামও বেড়ে গিয়েছে। এখন নতুন পেনসিল চাইলে মা মারে। আমি কী করব? অন্য বাচ্চারা যে আমার পেনসিল চুরি করে নেয়।” শিশুর এহেন কীর্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর কিছুটা লজ্জিত তাঁর বাবা-মা। পেশায় আইনজীবী কৃতীর বাবা বিশাল দুবে জানান, “বলতে পারেন, এটা আমার মেয়ের মন কি বাত। দিন কয়েক আগে স্কুলে পেনসিল হারিয়ে ফেলায় মেয়েকে বকেছিল মা। তখনই বলেছিল, জিনিসপত্রের কত দাম বেড়ে গিয়েছে। সেই বিষয়ে ক্ষোভ জানাতেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে মেয়ে।”

দাঁত-নখ বের দেশবাসীর জীবন বিভীষিকাময় করে তোলা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে শিশুর এই চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ার পর চর্চা শুরু হয়েছে সব মহলে। এবিষয়ে ছিব্রামউয়ের সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট অশোক কুমার জানান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শিশুটির চিঠি আমিও দেখেছি। ছোট্ট কৃতীর চিঠি যাতে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যায় তার জন্য সর্বসম্মতভাবে চেষ্টা করা হবে।


spot_img

Related articles

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...

পোষ্য নিয়ে বিবাদ: ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ের, গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়

পোষ্য নিয়ে বিবাদ লেগেই থাকত। বাড়ির মালিকের পোষ্যের আদর বেশি না ভাড়াটিয়ার (tenant) পোষ্যের। সেই বিবাদে এবার প্রাণ...

দমদম উত্তরে সেবাশ্রয়ের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 

সেবাশ্রয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে শুরু হল দমদম উত্তর বিধানসভার মানুষের জন্য সেবাশ্রয়। উত্তর...