Sunday, May 4, 2025

দিল্লির হেরাল্ড হাউজ বিল্ডিংয়ের (Herald House) অধীনস্থ ইয়ং ইন্ডিয়ার (Young Indian) দফতর সিল করে দিলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আর্থিক তছরুপের (Money Laundering) মামলায় মঙ্গলবারই ন্যাশনাল হেরাল্ডের দফতর সহ দিল্লির মোট ১২ জায়গায় তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এমন সিদ্ধান্ত। তবে অনুমতি ছাড়া দফতরের তালা কোনওমতেই খোলা যাবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ইডি। ইতিমধ্যে কংগ্রেসের সদর দফতর আকবর রোড ও সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) ১০ জনপথের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।

এদিন ইডির এই হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি জানান, এই সরকার চায় বিরোধীরা সব কিছু মুখ বন্ধ করে মেনে নিক। তবে আমি বলব, এতে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। সবাই মিলে এক হয়ে লড়াই করলেই ওরা ভয় পেতে বাধ্য।
প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) জানিয়েছেন, এই ঘটনা সাধারণ মানুষকে ভয় পাওয়ানোর জন্য। কিন্তু মানুষ এসবে ভয় পাবে না।

সূত্রের খবর, ইডির এমন সিদ্ধান্তের প্রতিবাদে কংগ্রেস কর্মী সমর্থকরা ইডির সদর দফতর ও দিল্লির একাধিক জায়গায় বিক্ষোভ দেখাতে পারে।এই আশঙ্কায় আগেভাগেই রাজধানীর একাধিক জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে ব্যারিকেড দিয়ে একাধিক এলাকা ঘিরে ফেলা হয়েছে। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর থাকতে বলা হয়েছে দিল্লি পুলিশের (Delhi Police) আধিকারিকদের। যদিও এই বিষয়ে পুলিশ আধিকারিকদের তরফে এখনও কিছু জানা যায়নি।

সম্প্রতি সোনিয়া ও রাহুল গান্ধীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। কেন্দ্রের গোয়েন্দা দফতরের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে দিল্লির রাজপথে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী-সমর্থকরা। দলের পক্ষ থেকে পালন করা হয় ‘সত্যাগ্রহ’ কর্মসূচিও।

আরও পড়ুন- দুই জমানায় মন্ত্রী বাবা-ছেলে, উত্তরবঙ্গে বিরল: শপথ নিয়ে বললেন উদয়ন

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version