Thursday, May 8, 2025

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ৫ আগস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ইডি হেফাজতের নির্দেশ দিল। নগর-দায়রা আদালতের বিশেষ ইডি কোর্ট। এই দুদিনের মধ্যে যে কোনও একদিন অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীরা সল্টলেক সিজিও কমপ্লেক্স-এ গিয়ে তাঁর মক্কেলের সঙ্গে ১৫ মিনিট কথা বলার সুযোগ পাবেন বলেও জানানো হয়েছে। অর্পিতার আইনজীবী নীলাদ্রিশেখর ভট্টাচার্য জানিয়েছেন, তাঁরা জামিনের কোনওরকম আবেদন করেননি। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর পক্ষ থেকে তাঁর মক্কেলের জন্য জামিনের আবেদন করা হয়। যদিও সেই আবেদন খারিজ হয়ে যায়।

আজ, বুধবার জোকার ইএসআই হাসপাতালে মেডিক্যাল চেকআপের পর ইডি আদালতে আনা হয় পার্থ-অর্পিতাকে। শুনানিতে জামিনের আবেদন জানান পার্থের আইনজীবী। পাল্টা সওয়াল কেন্দ্রীয় তদন্তারী সংস্থার আইনজীবী বলেন, ‘জেরা সহযোগিতা করছেন না পার্থ চট্টোপাধ্যায়। পার্থ-অর্পিতার যৌথ কোম্পানির হদিশ মিলেছে। তাঁদের আরও জেরা করার প্রয়োজন। আমরা চারদিন ফের হেফাজতে নেওয়ার আর্জি জানাচ্ছি। তবে ইডির দাবিমতো ৪ দিন নয়, পার্থ-অর্পিতা à§© অগাস্ট অর্থাৎ ২ দিনের ইডির হেফাজতের নির্দেশ দেয় আদালত।এদিকে ইডি সূত্রে খবর, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে অর্পিতার নামে এলআইসির ৩১টি পলিসির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সেইসব পলিসিতে আবার নমিনি হিসেবে রয়েছে পার্থর নাম! কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি, অর্পিতা যে পার্থের অত্যন্ত ঘনিষ্ট ছিলেন, তা স্পষ্ট। এমনকী, তাঁদের মধ্যে আর্থিক লেনদেন চলত! এদিন আদালতে ইডি আইনজীবী দাবি করেন, নতুন করে পার্থ-অর্পিতার যৌথ নামে একটি কোম্পানির হদিশ মিলেছে। যে সংস্থা ৫টি আবাসন তৈরি করেছে। তাই তদন্তের জন্য দু’জনেরই হেফাজত প্রয়োজন।

 

 

Related articles

১৬৫তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন: রাজ্যজুড়ে শ্রদ্ধাঞ্জলি, জোড়াসাঁকো থেকে বিধানসভায় অনুষ্ঠান

শুক্রবার দেশ জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। কবিগুরুর জন্মদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা...

ধরমশালায় স্থগিত পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ

স্থগিত পঞ্জাব কিংস(PBKS) বনাম দিল্লি ক্যাপিটালস(DC) ম্যাচ। মাঠে ছেড়ে সমর্থকদের চলে যাওয়ার নির্দেশ বোর্ডের(BCCI)। সমর্থকদের মাঠে নেমে নিরাপদে...

‘হেরিটেজ’ কফি হাউসের বেআইনি নির্মাণ ভাঙল কলকাতা পুরসভা

শহরের গর্ব, ইতিহাসবাহী কফি হাউসে বেআইনি নির্মাণ ঘিরে অবশেষে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরনিগম। বৃহস্পতিবার সকালে পুরনিগম ও...

নয়া স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা নিয়োগ রাজ্যের! দায়িত্বে কে?

রাজ্যের নতুন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা (ডিএমই) হলেন ডাঃ ইন্দ্রজিৎ সাহা। তিনি বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে রয়েছেন।...
Exit mobile version