Tuesday, November 11, 2025

টাকার পাহাড়: মধ্যপ্রদেশে সরকারি কর্মীর বাড়ি হানা দিয়ে ‘থ’ তদন্তকারীরা

Date:

টাকা যেন ‘খোলামকুচি’! সাম্প্রতিক সময়ে রাজ্য সহ দেশের নানা প্রান্তে যেভাবে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়ে চলেছে তাতে বোঝার উপায় নেই কিছুদিন আগেও গরিব এই দেশের বেশিরভাগ মানুষকে রেশনের চালের উপর নির্ভর করে পেটের খিদে মেটাতে হয়েছে। তবে কুবেরের ধন উদ্ধার হয়েই চলেছে লাগাতারভাবে। এ বার মধ্যপ্রদেশে (Madhya Pradesh) এক সরকারি কর্মীর বাড়ি থেকে ৮৫ লক্ষ টাকার সম্পত্তি উদ্ধার হল। যার মধ্যে ৮০ লক্ষ নগদ টাকা ও ৫ লক্ষ টাকার গয়না। বুধবার ওই সরকারি কর্মীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় মধ্যপ্রদেশ সরকারের ইকোনমিক অফেন্সেস উইং (Economic Offences Wing)-এর আধিকারিকরা। সেখানেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে কর্মীর বাড়ি থেকে এই বিপুল টাকা উদ্ধার হয়েছে তাঁর নাম হিরো কেশওয়ানি। রাজ্যের চিকিৎসা শিক্ষা বিভাগের কর্মী তিনি। একটি বেআইনি সম্পত্তি মামলার তদন্তের সূত্র ধরেই ভোপালের বাইরাঘর এলাকায় হিরোর বাড়িতে চলে তল্লাশি অভিযান। আর সেখন থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ টাকা। এদিকে বাড়িতে তল্লাশি অভিযান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিযুক্ত সরকারি কর্মী। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। চার হাজার টাকা বেতনে রাজ্য সরকারি কর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন হিরো। বর্তমানে প্রতি মাসে বেতন পান ৫০ হাজার টাকা। প্রশ্ন উঠছে এখানেই। ক্লার্কের পদে কাজ করা একজন রাজ্য সরকারি কর্মীর বাড়িতে কোথা থেকে এত টাকা এল! গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে মধ্যপ্রদেশ সরকারের ইকোনমিক অফেন্সেস উইং।

জব্বলপুরে এসপি দেবেন্দ্র সিং রাজপুত বলেন, ভোর ৫টা নাগাদ অভিযুক্তের বাড়িতে অভিযান চালায় ইওডব্লিউ আধিকারিকরা। ৮০ লক্ষ টাকা নগদ, ৫ লক্ষ টাকার সোনা-রুপোর গয়না ছাড়াও ৩৯০০ বর্গফুটের একটি প্লট এবং একটি প্রাসাদোপম বাড়ির খোঁজ পেয়েছে তদন্তকারী দল। এছাড়াও মিলেছে দু’টি এসইউভি গাড়ি, একটি স্কুটার। অভিযুক্তের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ৬ লক্ষ ৪০ হাজার টাকা।


Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version