Monday, December 1, 2025

ন্যান্সির সফরের পর তাইওয়ান সীমান্তে সামরিক মহড়া চিনের, চলল ক্ষেপণাস্ত্র

Date:

নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করা তাইওয়ানে(Taiwan) মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির(Nansy Polaris) সফরে রীতিমতো ক্ষুব্ধ চিন(China)। এই পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার সকাল থেকে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করে দিল চিন। চিনের সরকারি টিভি সূত্রে খবর, তাইওয়ানের চারপাশে জলপথ ও আকাশপথে সামরিক মহড়া চালাচ্ছে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। তাৎপর্যপূর্ণভাবে বর্তমানে জাপানে রয়েছেন ন্যান্সি। সামরিক মহড়া চলাকালীন চিনের ছোড়া এই মিসাইল গিয়ে পড়েছে জাপানের স্পেশাল ইকোনমিক জোনে। ফলে গোটা বিষয়টি একেবারেই স্বাভাবিক নজরে দেখতে রাজি নয় কূটনৈতিক মহল।

চিনের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর ১২টা নাগাদ এই সামরিক অভিযান শেষ হবে। এদিন সকাল থেকে তাইওয়ান সীমান্তে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়তে দেখা যায় চিনকে। জানা গিয়েছে, মোট ১১ টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যার মধ্যে ৫ টি গিয়ে পড়ে জাপানের স্পেশাল ইকোনমিক জোনে। সব মিলিয়ে চিনের এই সামরিক মহড়া কার্যত যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে কূটনৈতিক মহল। এই ঘটনায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিনের এই সামরিক মহড়ার উপর তারা নজর রাখছে।

আমেরিকার হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে শুরু থেকেই বিরোধিতা জানিয়ে আসছিল চিন। স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়, তাইওয়ানে পেলোসির সফর হলে ওয়াশিংটনকে তার মূল্য চোকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে শি জিনপিংয়ের সরকার। যদিও চিনের নিষেধাজ্ঞাকে ফুঁৎকারে উড়িয়ে মঙ্গলবার তাইওয়ানের মাটিতে পা রাখেন ন্যান্সি। সূত্রের খবর, তাইপেইয়ের বিমানবন্দরে যখন মার্কিন স্পিকারের বিমান অবতরণ করেছিল, সেই সময় তাইওয়ানের আকাশসীমায় অন্তত ২০টিরও বেশি চিনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছিল। নিরাপত্তার কথা মাথায় রেখে সেই সময় বিমানবন্দরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছিল। এরপর বুধবার তাইওয়ান প্রণালীর উপর চিনা যুদ্ধবিমানের গতিবিধি দেখা যায়। এবার তাইওয়ান সীমান্তে সামরিক মহড়া শুরু করল চিন।

Related articles

পিছোল এসআইআর-এর সময়সীমা! ‘তাড়াহুড়ো’র বিরোধীতা করে কমিশনকে আক্রমণ চন্দ্রিমা–পার্থর

এসআইআর প্রক্রিয়ার নির্ঘণ্ট নিয়ে তীব্র রাজনৈতিক চাপানৌতনের মধ্যে অবশেষে এক সপ্তাহ পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশ-সহ গোটা...

এসআইআর বড় বালাই! ৭০ বছর বয়সে ‘বাবা’ হলেন লালগোলার নূরাল শেখ

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) চলতেই এক অদ্ভুত ঘটনার কেন্দ্রবিন্দুতে মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ানসরাই গ্রাম...

ব্যাটিংয়ে প্রতিরোধ প্রোটিয়াদের, জয়ের মধ্যেও ভারতের চিন্তা বোলিং

রাঁচিতে প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭ রানে জয় পেল ভারত(India vs South Africa)। ভালো ব্যাটিং করলেও...

বিজেপি রাজ্য সভাপতির সোশ্যাল মিডিয়া পোস্টে ‘লাইক’ করলেন কোন তৃণমূল নেতা!

বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতা কর্মীদের এসআইআর ইস্যু নিয়েই মাঠে নামিয়ে দেওয়ার সুযোগ পেয়েছে তৃণমূল নেতৃত্ব। বুথ স্তরের...
Exit mobile version