Friday, August 29, 2025

ন্যান্সির সফরের পর তাইওয়ান সীমান্তে সামরিক মহড়া চিনের, চলল ক্ষেপণাস্ত্র

Date:

নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করা তাইওয়ানে(Taiwan) মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির(Nansy Polaris) সফরে রীতিমতো ক্ষুব্ধ চিন(China)। এই পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার সকাল থেকে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করে দিল চিন। চিনের সরকারি টিভি সূত্রে খবর, তাইওয়ানের চারপাশে জলপথ ও আকাশপথে সামরিক মহড়া চালাচ্ছে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। তাৎপর্যপূর্ণভাবে বর্তমানে জাপানে রয়েছেন ন্যান্সি। সামরিক মহড়া চলাকালীন চিনের ছোড়া এই মিসাইল গিয়ে পড়েছে জাপানের স্পেশাল ইকোনমিক জোনে। ফলে গোটা বিষয়টি একেবারেই স্বাভাবিক নজরে দেখতে রাজি নয় কূটনৈতিক মহল।

চিনের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর ১২টা নাগাদ এই সামরিক অভিযান শেষ হবে। এদিন সকাল থেকে তাইওয়ান সীমান্তে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়তে দেখা যায় চিনকে। জানা গিয়েছে, মোট ১১ টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যার মধ্যে ৫ টি গিয়ে পড়ে জাপানের স্পেশাল ইকোনমিক জোনে। সব মিলিয়ে চিনের এই সামরিক মহড়া কার্যত যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে কূটনৈতিক মহল। এই ঘটনায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিনের এই সামরিক মহড়ার উপর তারা নজর রাখছে।

আমেরিকার হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে শুরু থেকেই বিরোধিতা জানিয়ে আসছিল চিন। স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়, তাইওয়ানে পেলোসির সফর হলে ওয়াশিংটনকে তার মূল্য চোকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে শি জিনপিংয়ের সরকার। যদিও চিনের নিষেধাজ্ঞাকে ফুঁৎকারে উড়িয়ে মঙ্গলবার তাইওয়ানের মাটিতে পা রাখেন ন্যান্সি। সূত্রের খবর, তাইপেইয়ের বিমানবন্দরে যখন মার্কিন স্পিকারের বিমান অবতরণ করেছিল, সেই সময় তাইওয়ানের আকাশসীমায় অন্তত ২০টিরও বেশি চিনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছিল। নিরাপত্তার কথা মাথায় রেখে সেই সময় বিমানবন্দরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছিল। এরপর বুধবার তাইওয়ান প্রণালীর উপর চিনা যুদ্ধবিমানের গতিবিধি দেখা যায়। এবার তাইওয়ান সীমান্তে সামরিক মহড়া শুরু করল চিন।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version