Tuesday, November 11, 2025

লাল-হলুদের অনুশীলনে ক্রীড়ামন্ত্রী, ক্লাব লাইসেন্সিংয়ের আবেদন ইমামি ইস্টবেঙ্গলের

Date:

আসন্ন মরশুমের জন‍্য ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল (Emami EastBengal)। বৃহস্পতিবার থেকে হেডকোচ স্টিফেন কনস্ট‍্যানটাইনের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। শুক্রবার ছিল ইমামি ইস্টবেঙ্গলের অনুশীলনের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনের অনুশীলনে উপস্থিত রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। এদিন লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকারের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায় রাজ‍্যের ক্রীড়ামন্ত্রীকে। এরপর বেশ কিছুক্ষণ মাঠের ধারে বসে স্টিফেন কনস্ট্যানটাইনের প্র্যাকটিস দেখেন অরূপ বিশ্বাস।

এদিন প্র্যাকটিসে যোগ দেন সুমিত পাসি। রাউন্ডগ্লাস পাঞ্জাব থেকে এই দেশীয় স্ট্রাইকারকে নেওয়া হয়েছে ইমামি ইস্টবেঙ্গলে। সূত্রের খবর,  সপ্তাহ শেষে স্থানীয় ফুটবলাররা যোগ দেবেন অনুশীলনে। আর সোমবার থেকে শুরু হবে পুরোদমে অনুশীলন। এখন দু’বেলা করে চলছে লাল-হলুদের ট্রেনিং। সকালে রিজার্ভ দলকে কোচিং করাচ্ছেন বিনো জর্জ। বিকেলে সিনিয়র দলের অনুশীলন চলছে স্টিফেনের তত্ত্বাবধানে। ২২ তারিখ ডুরান্ড কাপের প্রথম ম‍্যাচ। তার আগে দল গুছিয়ে নিতে মরিয়া লাল-হলুদের হেডস‍্যার।

এদিকে ক্লাব লাইসেন্সিংয়ের জন্য ফেডারেশনের কাছে আবেদন ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের। আইএফএতে ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের নাম পরিবর্তন হয়েছে। আইএফএ-র সমস্ত টুর্নামেন্ট ইভামি ইস্টবেঙ্গল নামে খেলবে লাল-হলুদ ব্রিগেড। বাংলার ফুটবল নিয়ামক সংস্থায় ইতিমধ্যেই নাম পরিবর্তন হয়ে গিয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ফেডারেশনকেও চিঠি পাঠান লাল হলুদের কর্তারা। কাগজপত্র খতিয়ে দেখে এএফসির কাছে পাঠাবে ফেডারেশন।

আরও পড়ুন: India Team: চতুর্থ টি-২০ ম‍্যাচের আগে মায়ামি বিচে স্নান কুলদীপ যাদব-রবি বিষ্ণোইদের, সমুদ্রসৈকতে শ্রেয়স

 

Related articles

মুক্তি পেয়ে পার্থর চোখে জল

২০২২ এর ২৩ জুলাই ভোর রাতে গ্রেফতার। তারপর ২০২৫-এর ১১ নভেম্বর। ৩ বছর ৩ মাস পর জেলমুক্ত হলেন...

পুলওয়ামা ‘ককাস’ দিল্লি বিস্ফোরণের মূল মাথা? ওমর কি নিজেই মানববোমা?

দিল্লি বিস্ফোরণে নাম উঠে এল জঙ্গি ওমরের(Terrorist Umar )। ওমর কী করছিলেন বিস্ফোরণের সময়? দিল্লি পুলিশের সিসিটিভিতে দেখা...

KIFF: হল ভরিয়ে ভরিয়ে কোমল গান্ধার দেখলেন দর্শকরা, ‘সিনেমায় রবীন্দ্রসঙ্গীত’ নিয়ে সান্ধ্য-আড্ডা 

৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st Kolkata International Film Festival) ষষ্ঠ দিনে সকাল সকাল 'কোমল গান্ধার' (Komal...

খুন-ধর্ষণ-নরমাংস ভক্ষণের অভিযোগ! শীর্ষ আদালতে বেকসুর খালাস নিঠারি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত

ধর্ষণ, খুন, খুনের পর ধর্ষণ ও নরমাংস ভক্ষণের নারকীয় কাণ্ডের অভিযোগ ছিল। নিঠারি হত্যাকাণ্ডের (Nithari Murder Case) ঘটনা...
Exit mobile version