তিনমাসে তিনবার বাড়ল রেপো রেট, EMI বাড়ার আশঙ্কা

আবারও রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)। শুক্রবার ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৪ শতাংশ করা হচ্ছে। যা ২০১৯ সালের আগস্টের পর সর্বোচ্চ। এর জেরে আমজনতার উপর চাপ বাড়িয়ে ইএমআই-এর জন্য বেশি টাকা গুণতে হবে।

আরও পড়ুন:মাত্র কয়েক ঘণ্টা!তারপরই বন্ধ থাকবে এসবিআইয়ের ব্যাঙ্কিং পরিষেবা, সেরে নিন কাজ

লাগাতার মূল্যবৃদ্ধিতে রাশ টানতে চলতি বছরে এইনিয়ে ৩ বার রেপো রেট বাড়াল আরবিআই(RBI)। শুক্রবার ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর জানান, ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হচ্ছে রেপো রেট (যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ধার দেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক, সেটাই হল রেপো রেট)। আজ থেকে কার্যকরী হবে এই নতুন রেপো রেট। করোনা পর্বের ফলে দেশের অর্থনীতির যে বেহাল দশা, তা আরও একবার মজবুত করতেই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, করোনা পরবর্তী সময়ে টানা ১১ মাস রেপো রেট বদলায়নি। তবে গত তিন মাসে তিনবার বাড়ানো হল এই রেপো রেট।

বিশেষজ্ঞদের মতে, রেপো রেট বৃদ্ধির ফলে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে বাড়তি সুদ দিতে হবে। যা নিজেদের ঘর থেকে দেবে না ব্যাঙ্কগুলি। সেই পরিস্থিতিতে আমজনতার উপর ঋণ বাড়ানো হতে পারে। অর্থাৎ এবার বেশি ইএমআই গুনতে হওয়ার সম্ভাবনা আছে। লোনের জন্য বেশি হারে সুদ দিতে হবে আমজনতাকে।গাড়ি, বাড়ির ক্ষেত্রে সুদের হার বাড়ানো হতে পারে। ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়ানোর সম্ভাবনা কম বলে মত বিশেষজ্ঞদের।