Thursday, August 21, 2025

প্রয়াত প্রাক্তন ফুটবলার নরিন্দর থাপা ( Narendra Thapa)। তিন প্রধানে খেলেছেন তিনি। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়েই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার। নরিন্দরের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ময়দান।

লড়াকু ফুটবলার হিসেবেই ময়দানে পরিচিত ছিলেন নরিন্দর থাপা। সতীর্থরা তাঁকে ম্যান মার্কিংয়ের মাস্টার বলতেন। ফরয়োড রাইট উইং, মিডল হাফেও খেলতে পারতেন। পাঞ্জাব থেকে একসময়ে বাংলায় চলে আসেন নরিন্দর। তাঁর পায়ের জাদুতেই বাংলার ময়দানে দাপিয়ে বেড়িয়েছেন। আশির দশকে বাংলার তিন বড় ক্লাবেই খেলেছেন তিনি। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানের জার্সি গায়ে মাঠে ছুটেছেন নরিন্দর। ভারতের জার্সি গায়েও খেলেছেন বহু ম্যাচ। নেহরু কাপ, এশিয়ান কাপে ভারতের হয়ে অনেক গোল করেছেন তিনি। এদিন ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে গভীর শোক প্রকাশ করা হয়েছে নরিন্দর থাপার মৃত্যুতে।

১৯৮৬ সালে বাংলার হয়ে সন্তোষ ট্রফি জিতেছিলেন নরিন্দর। ফেডারেশন কাপ, রোভার্স কাপ, আইএফএ শিল্ডও রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৮৩ সালে ভারতের হয়ে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ২৯টি ম‍্যাচ খেলে তিনটি গোল করেছিলেন নরিন্দর। ১৯৮৪ সালে গ্রেট ওয়াল কাপে বেজিংয়ে আলজিরিয়ার বিরুদ্ধে তিনি একমাত্র গোল করেছিলেন। আর তাঁর গোলেই আফ্রিকার সেই শক্তিশালী দেশকে হারিয়েছিল ভারত।

আরও পড়ুন:কেমন সম্পর্ক বিরাট-রোহিতের? জানালেন বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল

 

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version