Thursday, May 8, 2025

দমদম সংশোধনাগারের ৪ রোহিঙ্গা মহিলাকে এদেশে থাকার অনুমতি দিল হাইকোর্ট

Date:

রোহিঙ্গা (Rohingya) ইস্যুতে এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট (High Court)। দমদম সংশোধনাগারে বন্দি ৪ রোহিঙ্গা মহিলাকে আদালতের নির্দেশ ছাড়া কোনওভাবেই দেশের বাইরে পাঠানো যাবে না। এছাড়া তাঁদের সুস্থভাবে বেঁচে থাকার অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে সেবিষয়টিও স্পষ্ট করতে হবে কারা দফতরকেই। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানিয়েছেন, একজন মানুষের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সেগুলো থেকে বন্দি রোহিঙ্গাদের বঞ্চিত করা যাবে না। আগামী ১০ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

২০১৬ সালে মায়ানমারের পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে ঠিক সেইসময় কিছু রোহিঙ্গা মায়ানমার (Mayanmar) থেকে বাংলাদেশে আশ্রয় নেন। কিছু রোহিঙ্গা আবার বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসেন। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণার একাধিক প্রান্তে তাঁরা পাকাপাকি ভাবে বসবাস করতে শুরু করেন। উল্লেখ্য, ২০১৬ সালে সেইভাবেই মালদহ সীমান্ত পেরিয়ে এদেশে চলে আসেন ফতেমা বিবি, আয়েশা বেগম, তসলিমা বিবি, হামিদা বেগমরা। তবে ভারতে প্রবেশ করার পরই তাঁরা সীমান্তরক্ষীদের কাছে ধরা পড়ে যান। এরপর মালদহ জেলা আদালতের নির্দেশে তাঁদের জায়গা হয় বাংলার বিভিন্ন হোমে। এছাড়া রোহিঙ্গা মহিলাদের সাড়ে ৩ বছরের জেল ও ১৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। তবে বর্তমানে তাঁরা দমদম সংশোধনাগারেই বন্দি। তাঁদের সঙ্গে রয়েছেন দুই শিশুও।

সম্প্রতি রোহিঙ্গা বন্দিরা জানতে পারেন ৫ অগাস্ট তাঁদের দেশ ছাড়া হতে হবে। পাঠিয়ে দেওয়ে হবে মায়ানমারে। আর এই কথা শোনার পরই তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন এবং তাঁদের যেন ভারতেই থাকতে দেওয়া হয় সেই আর্জি জানান। শুক্রবার সেই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে। বন্দি রোহিঙ্গারা আদালতে জানায়, তাঁদের সকলের কাছেই বৈধ রিফিউজি কার্ড (Refugee Card) আছে। সেই কার্ড দেখেই তাঁদের ভারতে রাখার পক্ষেই সায় দেয় কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই জানিয়েছে, রোহিঙ্গা মহিলাদের দেশ ছাড়া করার কোনওরকম পরিকল্পনাই আপাতত নেই।

 

 

 

 

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ মে (বৃহস্পতিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

উপাচার্য নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা আচার্যের! দেরির কারণ সিল বন্ধ খামে জানানোর নির্দেশ

সুপ্রিম কোর্টের (Supreme Court) বেঁধে দেওযা সময়ের মধ্যেও কেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ হয়নি। আচার্য তথা রাজ্যপাল সি...

ভারতে ২৭টি বিমানবন্দর বন্ধ, বাতিল ৪৩০ উড়ান! পাকিস্তানেও নিষেধাজ্ঞা জারি

ভারত-পাকিস্তান(IND-PAK) অশান্তির মধ্যে বহু বিমানবন্দর(Air Port) বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান(Aircraft) পরিবহন মন্ত্রক। এখনও পর্যন্ত ২৭টি বিমানবন্দর(Air...

কলকাতায় পর পর অগ্নিকাণ্ডের জের, কড়া নির্দেশিকা জারি পুর ও নগরোন্নয়ন দফতরের

সম্প্রতি কলকাতায়(Kolkata) পর পর অগ্নিকাণ্ডে(Fire Incident) প্রাণহানি ঘটনার জেরে বাণিজ্যিক ভবনগুলিতে অগ্নি সুরক্ষা বিধি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে...
Exit mobile version