Sunday, November 9, 2025

রবিবার সকাল ৯টা ১৮ মিনিট।  একটি ঐতিহাসিক মিশন লঞ্চ করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ‘স্মল লিফট লঞ্চ’ যান উৎক্ষেপণ করে ইসরো। মহাকাশের উদ্দেশে রওনা দেয় এসএসএলভি-ডি১/এওএস-০২।ইসরোর এই বিশেষ  স্যাটেলাইটটি তৈরি করেছে গ্রামীণ স্কুলের ৭৫০ পড়ুয়া। নাম আজাদিস্যাট।এই রকেটে যে স্যাটেলাইট রয়েছে পৃথিবীর নিম্ন অক্ষে তা প্রদক্ষিণ করবে বলে জানানো হয়েছে। এর আগে এত ছোট রকেট ইসরো থেকে কখনও লঞ্চ করা হয়নি ।

আরও পড়ুন:নীতি আয়োগের বৈঠকে মমতা, জাতীয় শিক্ষানীতির গৈরিকীকরণ নিয়ে তুলবেন প্রশ্ন

ইসরোর ক্ষুদ্রতম এই রকেটের মধ্যে একটি বিশেষ স্যাটেলাইট রয়েছে। এছাড়া ওই রকেটে ইসরোর একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইটও রয়েছে বলে খবর। এই স্যাটেলাইটটি  মহাকাশ থেকে খুঁটিনাটি তথ্য পাঠিয়ে দেবে ইসরোর বিজ্ঞানীদের জন্য। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে এই স্যাটেলাইট বানানো হয়েছে।ইসরোর এই ক্ষুদ্রতম রকেট বা স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকলটি লম্বায় ৩৪ মিটার। এর ভেহিকল ডায়ামিটারের দৈর্ঘ্য ২ মিটারের বেশি নয়।  এওএস-২ উপগ্রহটি ওজনে ১৪৫ কেজি। এটি পরীক্ষামূলক ছবি পাঠানোর কাজে আসবে। এদিকে আজাদিস্যাটটি মাত্র ৮ কেজি ওজনের। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ৭৫টি পৃথক অংশ রয়েছে এই ক্ষুদ্র উপগ্রহে। এই উপগ্রহ তৈরিতে অংশগ্রহণ করেছিলেন তেলাঙ্গানার পড়ুয়া শ্রেয়া। আজ তিনি রকেট লঞ্চের সময় শ্রীহরিকোটায় উপস্থিত ছিলেন।

এই রকেট লঞ্চের কাউন্টডাউন শুরু হয়েছিল ভোর রাত ২টো ১৮ মিনিট থেকে। এরপর সাতঘণ্টা কাউন্টডাউনের পর আজ সকাল ৯টা ১৮ মিনিটে রকেটটির উৎক্ষেপণ হয়। এই রকেটটির লঞ্চ তিন ভাগে বিভক্ত ছিল। লঞ্চের তৃতীয় ভাগ সম্পন্ন হতেই ‘ডেটা লস’-এর কথা জানা যায়।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version