Thursday, November 13, 2025

দুর্গাপুজোর (Durga Puja) প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। এই বছর করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবু সতর্কতামূলক সব ব্যবস্থা নিয়েই পুজো প্রস্তুতি শুরু করেছে রামমোহন সম্মিলনী। এক সময় পুজো প্যান্ডেল মানে ছিল বাঁশ ও রঙিন কাপড়ের তৈরি কারুকার্য। ধীরে ধীরে সেই বাঁশের সঙ্গে যুক্ত হয়েছে, থার্মোকল, চট, প্লাস্টিক, কাঠ, পাট, প্লাস্টার অফ প্যারিস, সিমেন্ট আরও কত রকমারি সামগ্রী। যত দিন যাচ্ছে বেড়ে চলেছে খুঁটি পুজোর চাকচিক্য। রবিবার হয়ে গেল রামমোহন সম্মিলনীর খুঁটি পুজো। বলা যেতে পারে এই খুঁটি পুজোর (Khuti Puja) মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল। জাঁক জমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড হয়ে গেছে। রামমোহন সম্মিলনীর পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা ঐতিহ্য। এবার ৭৮তম বর্ষে পদার্পণ করল এই পুজো। খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী শশী পাঁজা, স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তী, সাংবাদিক কুণাল ঘোষ সহ বিশিষ্টরা।
ফি বছরই কলকাতার হেভিওয়েট পুজো প্যান্ডেলগুলোয় থাকে থিমের নয়া চমক৷ এবছর জঙ্গলমহলের সঙ্গে কলকাতার পুজোর যোগসূত্র গড়ে তুলবে রামমোহন সম্মিলনী।তাদের এবারের থিম ‘জঙ্গল কন্যা’ । কুণাল ঘোষ জানান, জঙ্গল মহল থেকে মাটি এসেছে, গাছ এসেছে। এক টুকরো জঙ্গলমহল এবার উঠে আসবে রামমোহন সম্মিলনীর পুজোয়।গোটা থিমটা এবার ‘জঙ্গল কন্যা’।
মন্ত্রী শশী পাঁজা বলেন, কোভিড পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবু যথেষ্ট সতর্কতা নিয়েই এখানে পুজোর আয়োজন করা হচ্ছে।থিমের মধ্যেও আছে নতুনত্ব।সবাই এবার ভালভাবে পুজো কাটাবে বলে আশা রাখছি।

 

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version