Tuesday, December 2, 2025

অবিবাহিত ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা মহিলাদের গর্ভপাতের অনুমতি  সুপ্রিম কোর্টের

Date:

Share post:

গর্ভপাত নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিলে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে অবিবাহিত মহিলারা গর্ভবতী অবস্থায় লিভ ইন সম্পর্ক থেকে বেরোনোর ২৪ সপ্তাহের মধ্যে গর্ভপাত করাতে পারবেন।সুপ্রিম কোর্ট জানিয়েছে, একজন মহিলা শুধুমাত্র অবিবাহিত বলে গর্ভপাতের অধিকার থেকে বঞ্চিত হতে পারেন না। ভারতীয় দণ্ডবিধির মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট ১৯৭১ সালের আইনকে মান্যতা দিয়ে গর্ভপাতের অধিকার সংক্রান্ত এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

দিল্লি এইমসের এক বিশেষ মেডিক্যাল বোর্ডের সঙ্গে আলোচনার পর শীর্ষ আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও ঝুঁকি ছাড়াই গর্ভপাত করা যেতে পারে। উল্লেখ্য, এক ২৫ বছরের তরুণীর মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। তিনি লিভ ইন সম্পর্কে ছিলেন একজনের সঙ্গে। ৫ জুলাই তিনি জানতে পারেন যে তিনি গর্ভবতী। জুলাইয়ের ১৮ তারিখ ভ্রূণের বয়স ২৪ সপ্তাহ হয়। এরপর তিনি দিল্লি কোর্টের দ্বারস্থ হন যাতে তাঁকে গর্ভপাতের অধিকার দেওয়া হয়, সেই দাবি নিয়ে। তিনি অবিবাহিত বলে তাঁর আবেদন খারিজ করা হয়। তারপরই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এরপরই বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায় ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে বঞ্চিত করা যাবে না গর্ভপাতের অধিকার থেকে। এই মর্মে একটি অন্তর্বর্তীকালীন রায় দেয় সুপ্রিম কোর্ট।

ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ২০২১ সালে মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি সংক্রান্ত অ্যাক্ট সংশোধন করা হয়। সেক্ষেত্রে পিতৃপরিচয়ের ক্ষেত্রে স্বামী শব্দটির জায়গায় সঙ্গী শব্দটি লেখা যায়। আর এর কারণই হল অবিবাহিত নারীদের গর্ভপাতের অনুমতি। এক্ষেত্রে ২০ থেকে ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা মহিলাদের গর্ভপাতের অধিকার রয়েছে বিবাহ বিচ্ছিন্না ও বিধবা মহিলাদের।

 

 

 

 

spot_img

Related articles

চা শ্রমিকদের পাশে শ্রেষ্ঠ প্রশাসন বাংলাতেই: খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই রাজ্যের উন্নয়নের মানচিত্রে নতুন জায়গা করে নিয়েছে বাংলার চা বাগান ও চা শ্রমিকরা।...

তিক্ততা ভুলে বিয়ে করছেন স্মৃতি-পলাশ? তারকা ক্রিকেটারের বাড়ি থেকে এল বার্তা

স্মৃতি( Smriti Mandhana)-পলাশের( Palash Mucchal )বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। গত ২৩ নভেম্বর বিয়ের দিন নির্ধারিত ছিল। সেদিন...

ব্যঙ্গ করে তথ্য ছড়াবেন না: বক্তব্য বিকৃত করে অপপ্রচার হলে আইনানুগ ব্যবস্থার কড়া বার্তা মমতার

‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে সমাজমাধ্যমে অপপ্রচার হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার, নবান্নে উন্নয়নের খতিয়ান প্রকাশ করে কড়া বার্তা...

‘বাংলাদেশি’ দাগিয়ে বাংলায় ফেরৎ! ওড়িশা পুলিশকে আদালতের দরজা দেখিয়ে হুঁশিয়ার মহুয়ার

আবার বাঙালি হেনস্থা। আবার সেই বিজেপি শাসিত রাজ্য। আবার সেই ওড়িশা। বারবার আদালতে মুখ পোড়ার পরেও শিক্ষা হয়...