Saturday, November 8, 2025

বুধবার নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ দিলেও আসছেন না তিনি। নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে গিয়ে CBI-কে চিঠি দিয়ে জানিয়ে দিলেন অনুব্রতর দুই আইনজীবী। এবার সিবিআই অনুব্রতর বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে, সেটাই এখন দেখার।

আরও পড়ুন:অনুব্রত নিজামে না এলে তাঁর বোলপুরের বাড়িতে পৌঁছে যেতে পারেন CBI তদন্তকারীরা

শারীরিকভাবে বেশ অসুস্থ। ফিসচুলার সমস্যা বহুদিনের।  এছাড়াও বার্ধক্যজনিত বহু সমস্যা রয়েছে। সোমবার SSKM-এর পর মঙ্গলবারও চিকিৎসক তাঁর বাড়িতে গিয়ে তাঁকে বেড রেস্টের পরামর্শ দিয়েছিন। তাই বোলপুর থেকে কলকাতায় আসা অনুব্রতর পক্ষে বেশ কঠিন। সব জেনেও চিকিৎসকদের কথায় কান না দিয়ে  সোমবারের পর ফের বুধবার অনুব্রতকে নিজাম প্যালেসে তলব করে CBI।তবে এ বারও অসুস্থতার কারণেই বোলপুর থেকে কলকাতায় এসে হাজিরা না দেওয়ার সম্ভাবনা প্রবল ছিল অনুব্রতর। এই কারণ দেখিয়েই তাঁর আইনজীবী CBI-এর কাছ থেকে খানিকটা সময় চেয়ে নিয়ে চিঠি দিলেন।

প্রসঙ্গত, সিবিআই সূত্রের খবর,মঙ্গলবার সকালে ই-মেল করে বুধবার বেলা ১১টা নাগাদ কলকাতার নিজাম প্যালেসে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে অনুব্রতকে। তাঁর বোলপুরের বাড়িতেও নোটিসের প্রতিলিপি পৌঁছে দেওয়া হয়েছে। এর পরেও আজ, বুধবার তিনি হাজির না হলে, কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে ওই সূত্রের দাবি।

যদিও হাজিরার বিষয়ে মঙ্গলবার রাত পর্যন্ত অনুব্রতর তরফে নিশ্চিতভাবে কিছুই জানানো হয়নি। এ দিন তাঁর এক আইনজীবী আসেন এবং বাড়ির পিছনের দরজা দিয়ে অনুব্রতের বাড়িতে ঢোকেন। আলোচনা শেষে বেরিয়ে যান ওই আইনজীবী। সুতরাং বুধবারও CBI হাজিরা এড়াচ্ছেন অনুব্রত। এমতাবস্থায় CBI কী ব্যবস্থা নেবেন তা জানা যাবে একটু পরেই।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version