Sunday, November 9, 2025

কার নির্দেশে অনুব্রতর বাড়িতে সরকারি চিকিৎসক? CMOH-এর কাছে রিপোর্ট চাইল স্বাস্থ্য দফতর

Date:

গরু পাচার মামলায় CBI ও অনুব্রত মণ্ডলের “লুকোচুরি”র মাঝে নাটকীয় মোড়। কার নির্দেশ ও অনুমতি নিয়ে অনুব্রত মণ্ডলের বাড়িতে সরকারি চিকিৎসকরা গিয়েছিলেন? এবার সেই জবাবদিহি চেয়ে বীরভূমের CMOH-এর কাছে দ্রুত রিপোর্ট তলব করল রাজ্য স্বাস্থ্য দফতর। যত দ্রুত সম্ভব রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হয়েছে। যা খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

নিজাম প্যালেসে নতুন করে CBI হাজিরার নোটিশ পাওয়ার পর ফের কলকাতায় এসে SSKM হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশে সাড়া দেননি অনুব্রত মণ্ডল। SSKM জানিয়ে দিয়েছে, কিছু শারীরিক সমস্যা থাকলেও এখনই ভর্তি হওয়ার মতো জায়গায় নেই তিনি। এরপর বোলপুরের বাড়িতে ফিরে যান। গতকাল, মঙ্গলবার বোলপুর হাসপাতালের চিকিৎসকরা তাঁর বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করেন।

চিকিৎসকরা সাদা কাগজে লিখে দেন অনুব্রতর ১৪ দিনের বেডরেস্ট প্রয়োজন। এরই মাঝে বোলপুর হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী বিস্ফোরক তথ্য সামনে আনেন। চন্দ্রনাথবাবুর দাবি, হাসপাতাল সুপারের নির্দেশেই অনুব্রতর বাড়ি গিয়েছিলেন তিনি। অনুব্রত মণ্ডলের কথা মতোই ১৪ দিন বেডরেস্ট লিখতে হয়েছিল তাঁকে। যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। দায়িত্ব প্রাপ্ত সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

এরপরই নড়েচড়ে বসে রাজ্য স্বাস্থ্য দফতর। তড়িঘড়ি বীরভূম জেলা CMOH-এর কাছে রিপোর্ট তলব করে স্বাস্থ্য দফতর। জানতে চাওয়া হয় গোটা ঘটনা।

আরও পড়ুন- দেরিতে হলেও ক্ষমতা পেলেন তেজস্বী, বিহারে বিরোধী শুধু বিজেপি

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version