Sunday, May 4, 2025

বিহারের (Bihar)ক্ষমতার পালাবদল হয়েছে। বুধবার নতুন করে মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমার (Nitish Kumar) শপথ নিয়েছেন, উপমুখ্যমন্ত্রী হয়েছেন তেজস্বী যাদব (Tejashwi Yadav)। নিয়ম মেনে এবার সংশ্লিষ্ট আইনসভার স্পিকারের ইস্তফা দেওয়াই দস্তুর। কিন্তু ব্যতিক্রমী বিজয়কুমার সিন্‌হা (Vijay Kumar Sinha)। ইস্তফা নিয়ে কোনও মন্তব্য করছেন না তিনি। আগামী ২৪ অগস্ট বিধানসভার বিশেষ অধিবেশনে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবে নয়া সরকার। কিন্তু আজ সকাল পর্যন্তও নিজের ইস্তফা নিয়ে মুখে কুলুপ বিজয়কুমারের। আর এর জেরেই ফের বিহারের রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

বিজয়কুমার সিন্‌হা এখন বিহারে সদ্য বিরোধী দলের তকমা পাওয়া বিজেপির বিধায়ক। ক্ষমতার পরিবর্তন হয়েছে মানে তাঁর ইস্তফা দেওয়ার কথা। কিন্তু এই সিদ্ধান্ত নিতে তিনি নারাজ। এই পরিস্থিতিতে অনাস্থা প্রস্তাব এনে তাঁকে অপসারণের প্রক্রিয়া শুরুর ভাবনা চিন্তা করছে নয়া সরকার। প্রাথমিক ভাবে অনাস্থা এনে ভোটাভুটির মাধ্যমে বিজয়কুমার সিন্‌হাকে অপসারিত করার বিষয়টিকেই গুরুত্ব দিতে চাইছে আরজেডি-জেডি(ইউ)-কংগ্রেস-বামেদের জোট। বৃহস্পতিবার ক্ষমতাসীন মহাগঠবন্ধন সূত্রে জানা গিয়েছে, এই উদ্দেশ্যেই আগামী ২৪ অগস্ট বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেখানেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবে সরকার। নিয়ম অনুযায়ী ৫০ জন বিধায়কের সই করা অনাস্থা প্রস্তাব পেশ করা হলে ১৪ দিন পরে অধিবেশন ডেকে তা সেই নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হয়। পরিষদীয় বিধি অনুযায়ী কোনও স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হলে তিনি বিধানসভায় সরকারের আনা আস্থাপ্রস্তাব নিয়ে ভোটাভুটি পরিচালনা করতে পারেন না। ডেপুটি স্পিকার সেই দায়িত্ব পালন করেন।

Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...
Exit mobile version