Monday, August 25, 2025

ভারত-বাংলাদেশের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন দীর্ঘদিনের। নানান উৎসবে দুই বাংলার মধ্যে বিভিন্ন উপহার আদান-প্রদানের চল রয়েছে। আজ রাখিপূর্ণিমার দিনও তার অন্যথা হল না। দুই বাংলার এই বিশেষ উৎসবে সৌজন্যের নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাখিবন্ধন উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিষ্টি ও কচুরিপানার তৈরি রাখি পাঠানো হল।  বুধবার বনগাঁ পুরসভার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে এই উপহার তুলে দেওয়া হয় বাংলাদেশের সাংসদদের হাতে।

আরও পড়ুন:আজ রাখি পূর্ণিমা, জেনে নিন কেন পালিত হয় এই উৎসব

উপহার পেয়ে বনগাঁ পৌরসভার সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের সাংসদ বলেন, “দারুণ দিনে আপনারা এই উপহার আমাদের দিলেন ৷ আমি কচুরিপানার তৈরি এই রাখি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেব । ভারত-বাংলাদেশ সম্পর্ক যে কত বেশি মজবুত, এটাই তার বহিঃপ্রকাশ ।”

মমতা-হাসিনা উভয়ের মধ্যে আগেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রমাণ মিলেছে।  বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে তাঁর সংসদসদস্যের হাত দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর জন্য উপহার পাঠিয়েছিলেন শেখ হাসিনা। রাখিতে সেই সৌজন্য ফিরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পেট্রাপোল বেনাপোল সীমান্তের জিরো পয়েন্টে যশোরের সাংসদ শেখ আফিল উদ্দিনের হাতে এই রাখি তুলে দেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ৷

পৌরসভার সূত্রের খবর, বনগাঁর ঐতিহ্যবাহী নদীর কচুরিপানা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা রাখি তৈরি করেছেন । তাঁদের হাতে তৈরি রাখি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-সহ আমেরিকা, জার্মান, কানাডার মত দেশের রাষ্ট্রপ্রধানদের পাঠানো হয়েছে।

Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...
Exit mobile version