Thursday, August 21, 2025

ফের করোনা আক্রান্ত কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রয়েছেন কোয়ারেন্টাইনে

Date:

মাত্র তিন মাসের দ্বিতীয় বার করোনা আক্রান্ত(corona virus) হলে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী(Sonia Gandhi)। শনিবার টুইট করে এই তথ্য প্রকাশ্যে আনলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ জয়রাম রমেশ(Jairam Ramesh)। তিনি জানান, নিয়ম মেনে বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

গত ২ জুন করোনা আক্রান্ত হয়েছিলেন সোনিয়া। শারীরিক অবস্থা গুরুতর থাকায় ১২ জুন রবিবার দিল্লির গঙ্গারাম হাসপাতালে (Ganga Ram Hospital) ভরতি করা হয় কংগ্রেস সভানেত্রীকে। পরে অবশ্য কংগ্রেসের তরফে জানানো হয় বর্তমানে সুস্থ রয়েছেন তিনি এবং শরীরে সামান্য উপসর্গ রয়েছে। এরপর মাত্র তিন মাসে ফের করোনা আক্রান্ত হলেন সোনিয়া। শনিবার সোনিয়ার কোভিড আক্রান্ত হওয়ার কথা টুইট করে জানিয়েছেন এআইসিসি-র সাধারণ সম্পাদক তথা কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ (Jairam Ramesh)। তিনি আরও জানান, নিয়ম মেনে নেত্রী বর্তমানে নিভৃতবাসে রয়েছেন।

উল্লেখ্য, পঁচাত্তরের সোনিয়া এমনিতেই অসুস্থ। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে তাঁর একাধিকবার কোভিড আক্রান্ত হওয়ার ঘটনা চিন্তায় রাখছে দলকে। উল্লেখ্য, ক’দিন আগেই নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিন মাসের মধ্যে দ্বিতীয়বার সংক্রমিত তিনি। আপাতত তিনি রয়েছেন হোম আইসোলেশনে। মেয়ের মতোই তিন মাসে দু’বার কোভিডে আক্রান্ত হলেন সোনিয়া।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version