Wednesday, August 27, 2025

স্বাধীনতা দিবসে কম ট্রেন চালাবে মেট্রোরেল, একনজরে ১৫ অগাস্টের সময়সূচি!

Date:

স্বাধীনতা দিবসে (Independence Day) কমছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) সংখ্যা। অন্যান্য দিনের তুলনায় ১৫ আগস্ট প্রায় ১১০টি কম মেট্রো থাকছে। যেহেতু স্বাধীনতা দিবস, ছুটির দিন। সেক্ষেত্রে যাত্রী সংখ্যা থাকলেও ভিড় তেমনভাবে হওয়ার সম্ভাবনা কম। সেকারণেই এমন সিদ্ধান্ত মেট্রো রেল কর্তৃপক্ষের।

শনিবার, একটি বিবৃতি দিয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসে *দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে মোট ১৮৮টি মেট্রো চলবে। এই শাখায় অন্যান্য দিন ২৮৮টি মেট্রো চলে*। তবে ছুটির দিন হলেও প্রথম ও শেষ মেট্রো একই সময় পাবেন যাত্রীরা। দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে প্রথম মেট্রো চলাচল শুরু হবে সকাল ৭টায়।

দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশে রাত ৯টা ৪০ মিনিটে রওনা দেবে দিনের শেষ মেট্রোটি। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ ট্রেন ছাড়ার সময় ৯টা ২৮মিনিট। আবার রাত সাড়ে ৯টায় অপরিবর্তিত সময়েই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে ছাড়বে শেষ মেট্রো।

মেট্রোর সংখ্যা কমবে শিয়ালদহ-সেক্টর ফাইভ শাখাতেও। শিয়ালদহ-সেক্টর ফাইভ ইস্ট-ওয়েস্ট মেট্রোয় আপ ও ডাউন মিলিয়ে ১৫ অগাস্ট ১০০টির বদলে ৯০টি ট্রেন চলবে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে। অন্যদিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ আসার প্রথম মেট্রো সকাল ৭টায়। এছাড়া শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৩৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে। এই সময়ের কোনও পরিবর্তন ঘটছে না।

আরও পড়ুন: Srabanti Chatterjee: টলিউড নায়িকার জন্মদিনে অরিজিতের গান দিয়ে শুভেচ্ছা প্রেমিক অভিরূপের

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version