Thursday, August 21, 2025

Ishan Kishan: এশিয়া কাপে দলে জায়গা না হওয়া নিয়ে কী বললেন ইশান কিষান?

Date:

এশিয়া কাপে (Asia Cup) ভারতীয় দলে (India Team) সুযোগ না পেয়ে সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ ঝড়ে পড়েছিল ইশান কিষানের (Ishan Kishan) গলায়। তবে দলে জায়গা না হওয়ায় ভেঙে পড়েছেন না কিষান। বরং জানিয়েছেন, কঠোর পরিশ্রম করে ফের জায়গা করে নেবেন ভারতীয় দলে। বেশ কিছুদিন আগে টুইটারে সেই ইঙ্গিতই দিয়েছিলেন তিনি। এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে আবারও ফিরে আসার কথা জানালেন ইশান কিষান। বললেন,” নির্বাচিত না হওয়ায় কঠোর পরিশ্রম এবং আরও বেশি রান করার সুযোগ রয়েছে আমার কাছে।

এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে ইশান বলেন,” নির্বাচকরা যা করেছেন তা ঠিক করেছেন। কাকে কোথায় সুযোগ দিতে হবে তা নিয়ে দল নির্বাচনের আগে অনেক ভাবনাচিন্তা করেছেন। আমি বাদ পড়ার ব্যাপারটাকে ইতিবাচক হিসাবেই দেখছি। নির্বাচিত না হওয়ায় কঠোর পরিশ্রম এবং আরও বেশি রান করার সুযোগ রয়েছে আমার কাছে। যেদিন নির্বাচকরা আমাকে দেখে আত্মবিশ্বাস পাবেন, সেদিন নিশ্চয়ই ওরা আমাকে দলে নেবেন। নিজেকে আরও ভালোভাবে তৈরি করার সুযোগ রয়েছে আমার কাছে।”

সম্প্রতি জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলেছেন ইশান কিষান। দু’টি অর্ধশতরানও করেছেন তিনি। তবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁকে তেমন একটা সুযোগ দেওয়া হয়নি। মাত্র দু’টি ম্যাচে খেলার সুযোগ পান তিনি। শেষ ছ’টি ইনিংসে মাত্র রান করেছেন ৬৫।

আরও পড়ুন:Lionel Messi: দীর্ঘ ১৮ বছরে প্রথমবার, ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকায় নাম নেই মেসির

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version