Thursday, August 21, 2025

পানীয় জলের পাত্রে হাত দিতেই বেদম মার! প্রাণে বাঁচল না দলিত ছাত্র

Date:

স্বাধীনতার ৭৫তম দিবসে পা দিতে চলেছে ভারতবর্ষ। কবি লিখে গেছেন, ‘বিবিধের মাঝে দেখ মিলন মহান’। কিন্তু বিবিধের মাঝে ভেদাভেদ এখনও একই রয়েছে। বরং কোথাও কোথাও আরও প্রকট হয়েছে। এই যেমন রাজস্থানে। পানীয় জলের পাত্র ছোঁয়ায় ন’বছরের এক দলিত ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় দুঃখপ্রকাশ করে ট্যুইট করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

আরও পড়ুন:প্রয়াত ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা

জানা গিয়েছে,  জালোর জেলার সুরানা গ্রামের একটি বেসরকারি স্কুলে পানীয় জলের পাত্রে হাত দিয়েছিল ইন্দ্র মেঘওয়াল নামের ওই ছাত্র। তার জেরেই গত ২০ জুলাই তাকে চালি সিংহ নামে এক শিক্ষক মারধর করেন বলে অভিযোগ। জখম অবস্থায় ছাত্রটিকে গুজরাতের আমদাবাদের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। শনিবার ওই ছাত্রের মৃত্যু হয়।

মৃত ছাত্রের বাবার অভিযোগ, তাঁর ছেলের মুখ, কানে আঘাতের চিহ্ন রয়েছে। মারের চোটে অচৈতন্য পড়েছিল সে। তিনি আরও জানান যে, তাঁর ছেলেকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে উদয়পুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আমদেবাদের হাসপাতালে ভর্তি করতে হয়।

জেলার পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। এবং ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। তাঁর বিরুদ্ধে খুন ও এসসিএসটি আইনে মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমেছে রাজস্থানের শিক্ষা দফতর।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version