Tuesday, August 12, 2025

মহারাষ্ট্রে পথ দুর্ঘটনায় প্রয়াত শিব সংগ্রাম প্রধান বিনায়ক মেটে, মৃত্যু আরও ৬ জনের

Date:

Share post:

ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক বিনায়ক মেটের (Vinayak Mete)। তিনি শিব সংগ্রাম (Shiv Sangram) পার্টির সভাপতি ছিলেন। রবিবার ভোরে পুনে এক্সপ্রেসওয়েতে (Pune Expressway) তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে খবর, ভোর সাড়ে ৫টা নাগাদ তাঁর তার গাড়ির দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির অবস্থা দেখলেই বোঝা যায় দুর্ঘটনার ভয়াবহতা। বিনায়ক মেটে দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে নিকটবর্তী এমজিএম হাসপাতালে (MGM) ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। তিনবারের বিধায়ক মেটের দুর্ঘটনার খবর শুনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস (Devendra Fadnavis) হাসপাতালে পৌঁছন। মেটে মারাঠা সমাজের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। তাঁর আকস্মিক মৃত্যু মারাঠা সমাজে এক বড়সড় ধাক্কা।

অন্যদিকে রবিবারই মহারাষ্ট্রে একটি পৃথক দুর্ঘটনায় ৬ জনের মর্মান্তিক মৃত্যু হল। বীর জেলার মঞ্জরসুম্বা-পাটোদা হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে। দু’টি গাড়ির মধ্যে এমন সংঘর্ষ হয় যে গাড়িদু’টি একে অপরের সঙ্গে মিশে যায়। পরে ক্রেনের সাহায্যে গাড়ি দু’টিকে আলাদা করা হয়। রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কড়া নজরদারি রেড রোডে, কলকাতা জুড়ে নাকা চেকিং

মহারাষ্ট্রের জিয়াচিওয়াড়ি গ্রামের একটি পরিবার রবিবার ভোরে গাড়ি করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পুনে যাচ্ছিল। সেইসময় উল্টো দিক থেকে আসা একটি অটো সজোরে ধাক্কা মারে গাড়িটিকে। দুর্ঘটনার কবলে পড়ে গাড়িতে থাকা একই পরিবারের ৫ ও আরও এক ব্যক্তি মারা গিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তবে মৃত নাম ও পরিচয় জানা যায়নি। মৃতদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

spot_img

Related articles

বুমরাকে রেখেই ঘোষণা হতে চলেছে এশিয়া কাপের স্কোয়াড

জল্পনার অবসান। এশিয়া কাপে জসপ্রীত বুমরকে (Jasprit Bumrah) রেখেই দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই (BCCI)। সূত্রের খবর অনুযায়ী...

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের আঘাত: রফতানির ধসে পড়ার ছবি প্রকাশ তৃণমূলের

ভারতীয় সামগ্রীর উপর আমেরিকার ৫০ শতাংশ শুল্ক চাপানোর প্রভাবে ভারতের গোটা রফতানি শিল্পই ভেঙে পড়ার মুখে। বিশ্বের বড়...

হীরের আংটি দিয়ে জর্জিয়ানাকে বিয়ের প্রস্তাব রোনাল্ডোর

দীর্ঘ ৮ বছরের সম্পর্ক, অবশেষে বিয়ের বাঁধনে বাধা পড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। জর্জিয়ানা রডরিগেজকে (Georgia Rodriguez) বিয়ের...

চার মাস আগেই নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী! আল জাজিরার সাংবাদিকের শেষবার্তায় অবাক বিশ্ব

মাস চারেক আগেই নিজের মৃত্যুর কথা বলে গেছিলেন ২৮ বছরের সাংবাদিক (Anas Al Sharif)। রেখে গেছিলেন বিদায় বার্তা।...