Saturday, August 23, 2025

বিদ্যুতের বিল মেটাতে নাভিশ্বাস ব্রিটেনের মানুষের, সাহায্যের আশ্বাস ঋষির

Date:

বিদ্যুৎ বিলে ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ব্রিটেনের মানুষ প্রধানমন্ত্রীর দৌড়ে থাকা ঋষি সুনকের এই প্রচেষ্টাকে বাহবা জানিয়েছিল। এবার অর্থনৈতিকভাবে দুর্বলদের বিদ্যুৎ বিল মেটাতে সাহায্যের আশ্বাস দিলেন তিনি৷ আসন্ন শীতকালে বিদ্যুৎ বিল মেটানোর বোঝা লাঘব করতে ঋষি সুনক আর্থিকভাবে পিছিয়ে পরাদের সাহায্য করবেন বলে জানিয়েছেন৷ নাহলে পেনশেনভোগী থেকে দেশের লক্ষ লক্ষ মানুষ বিল মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে যাবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে যৌথ সম্পত্তি অনুব্রতর!

ব্রিটেনে এবার অস্বাভাবিক গরম পড়েছে৷ তাপপ্রবাহে পুড়ছে গোটা দেশ৷ অসহনীয় গরম থেকে বাঁচতে বিদ্যুতের ব্যবহার অনেক বেড়ে গিয়েছে ব্রিটেনে৷ ফলে আগের তুলনায় তিনগুণ বেশি আসছে বিদ্যুতের বিল৷

সম্প্রতি অক্সিলিওন নামে ব্রিটেনের একটি সংস্থা বিদ্যুতের খরচ নিয়ে সমীক্ষা প্রকাশ করে৷ সেই সমীক্ষায় দাবি করা হয়েছে, ২০২৩ সালে পরিবার পিছু গড় বার্ষিক বিদ্যুৎ খরচ ৫ হাজার পাউন্ডের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে৷ বর্তমান সরকারি হিসেব অনুযায়ী, ব্রিটেনের গড় বিদ্যুৎ খরচ বছরে ৩৬০০ পাউন্ড৷ ২০২৩ সালের এপ্রিলে সেই খরচ ১৫০ শতাংশ বাড়বে বলে সমীক্ষায় প্রকাশ৷ এই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিদ্যুৎ বিলে ভ্যাট কমানোর প্রতিশ্রুতি দেন ঋষি সুনক৷ তাতে প্রত্যেক বাড়িতে কমপক্ষে ২০০ পাউন্ড সাশ্রয় হবে বলে জানান তিনি৷

তবে সেই প্রতিশ্রুতি দিয়েই থেমে থাকেননি ব্রিটেনের প্রধানমন্ত্রীর অন্যতম দাবিদার৷ এবার ঋষি জানিয়েছেন, আর্থিকভাবে দুর্বলদের বিদ্যুতের বিল মেটাতে সাহায্য করবেন তিনি৷ যে কারণে তিনি আর্থিক প্যাকেজও ঘোষণা করেন৷ ঋষি বলেন, ‘সংকট আসন্ন, এটা মেনে নেওয়া হল প্রথম সদর্থক পদক্ষেপ৷ আমরা বিদ্যুৎ সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছি৷’ জনমোহিনী নানা ঘোষণা সত্ত্বেও জনমত সমীক্ষায় এখনও পিছিয়ে ঋষি৷ কনজারভেটিভ পার্টির সদস্যদের অধিকাংশের ভোট আরেক প্রতিদ্বন্দ্বী লিজ ট্রুসের পক্ষে যাবে বলে জানানো হয়েছে ওই সমীক্ষায়৷ আগামী ৫ সেপ্টেম্বর ফল ঘোষণা৷ তবে প্রধানমন্ত্রী পদে যিনিই আসুক না কেন, ব্রিটেনের আর্থিক মন্দা, মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বিল নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে৷

 

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version