মহাশূন্যেও তেরঙ্গা! ছবি শেয়ার করলেন মহাকাশচারী

দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬তম স্বাধীনতা দিবস। লালকেল্লায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রতিটি কোণায় আজ উৎসবের আমেজ। তিরঙ্গায় সেজে উঠেছে গোটা দেশ। তবে শুধু স্থলপথে ও জলপথেই নয়, মহাশূন্যেও দেখা গেল জাতীয় পতাকা।

আরও পড়ুন: রেড রোডে ধামসা-মাদলের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী, বাজল মমতার গাওয়া দুর্গাপুজোর থিম সং
ভারত-আমেরিকার মহাকাশচারী রাজা চারি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ভারতের জাতীয় পতাকার একটি ছবি পোস্ট করেছেন। বিদেশের মাটিতেও ভারতের সম্মান ও ঐতিহ্যের প্রতীক হিসাবে এই ছবি ভাগ করে নিয়েছেন তিনি। ভারতের পতাকার পিছনে দৃশ্যমান ভূখণ্ড। ছয় মাসের মহাকাশ সফর সেরে সদ্য ঘরে ফিরেছেন চারি।

প্রসঙ্গত, নাসার গবেষক জন্মেছেন বিদেশের মাটিতেই। ভারতের তেলেঙ্গানার মধুবননগরের বাসিন্দা তাঁর ঠাকুরদা। হায়দ্রাবাদের ওসমানীয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি। তাঁর বাবাও ছিলেন ওই একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। যদিও পরে বিদেশে পাড়ি দেন তিনি। তবে চারির শিকড় রয়ে গেছে ভারতেই। এখনও হায়দ্রাবাদে তাঁর নিকটস্থ আত্মীয়-স্বজনরা রয়েছেন।