Friday, August 22, 2025

ওয়াশিংটন সুন্দরের চোট, জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার শাহবাজ, খুশি লক্ষ্মী

Date:

বড় খবর। আসন্ন জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে ( India Team) সুযোগ পেলেন বাংলার তারকা অলরাউন্ডার শাহবাজ আহমেদ। ঘরোয়া ক্রিকেটে লাগাতার অসাধারণ পারফর্মেন্সের পুরষ্কার পেলেন শাহবাজ। ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে নেওয়া হল শাহবাজ আহমেদকে। শাহবাজের ভারতীয় দলে সুযোগ হওয়ায় খুশি বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা।

ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে কাঁধে চোট পান ওয়াশিংটন সুন্দর। জিম্বাবোয়ে সফররত ভারতীয় দলে ছিলেন তিনি। কিন্তু চোট পেয়ে ছিটকে যান ওয়াশিংটন সুন্দর। তাঁর জায়গায় সুযোগ পেলেন শাহবাজ।

ভারতীয় দলে সুযোগ পেয়ে উচ্ছসিত শাহবাজ। এদিন তিনি বলেন,” খুবই ভালো লাগছে। সবার কাছেই আশা থাকে দেশের জার্সি পড়ে খেলার। ভারতীয় দলে সুযোগ পেলে নিজের সেরাটা দেব। নিজের ১০০ শতাংশ উজার করে দেব। আরসিবির হয়ে খেলার সময়, বাংলার হয়ে খেলার সময় যা যা শিখেছি, তা উজার করে দেব।”

শাহবাজের ভারতীয় দলে ডাক পাওয়া খুশি বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। তিনি বললেন, “অনেক দিন পর বাংলার কোনও ক্রিকেটার ভারতীয় দলে ডাক পেল। ফাঁড়া কাটল। আশা করব ও ম্যাচ খেলার সুযোগ পাবে, নিজেকে প্রমাণ করতে পারবে।”

২০২২ আইপিএলে শাহবাজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন। ১৬ ম্যাচে ২১৯ রান ও চারটি উইকেট নিয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে ১৮ ম্যাচে ৪১ এর ব্যাটিং গড় ও ১৯ এর বোলিং গড় রয়েছে শাহবাজের।

আগামী বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে নামবে টিম ইন্ডিয়া। এরপর শনিবার ও আগামী সোমবার বাকি দুই ওয়ানডে খেলবে ভারত।

আরও পড়ুন:কী করলে উঠবে AIFF থেকে নির্বাসন? উত্তর দিয়েছে FIFA

 

 

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version