Saturday, November 8, 2025

টেট ফেল করে চাকরি পাওয়ার অভিযোগ সুকন্যার বিরুদ্ধে, আদালতে মামলা দায়ের 

Date:

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal)। সৌমেন নন্দী নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)ডিভিশন বেঞ্চে। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম (Firdous Shamim) জানিয়েছেন সুকন্যা মণ্ডল একাই নন, আরও বেশ কিছু নাম সামনে আনা হয়ে এই নিয়োগ দুর্নীতি মামলায়। আগামিকাল হাইকোর্টে হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে।

অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার সম্পত্তির ওপর ইতিমধ্যেই নজরদারি শুরু করেছে সিবিআই। এই নিয়ে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের কাছে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা (CBI)। এর মাঝেই প্রকাশ্যে এল আরও এক অভিযোগ। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল বীরভূমের বোলপুরের কালিকাপুর প্রাইমারি স্কুলের (Kalikapur Primary School) শিক্ষিকা। সেই চাকরি নিয়েই এবার সামনে এল বেনিয়মের অভিযোগ। আইনজীবী ফিরদৌস শামিম বুধবার হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে জানান, সুকন্যা টেট পাশ না করেই চাকরি পেয়েছিলেন। সেই সংক্রান্ত নথিও এ দিন আদালতে জমা দিয়েছেন আইনজীবী। এর পাশাপাশি আরও বেশ কয়েকজনের নাম দেওয়া হয়েছে আদালতে। যার মধ্যে আছেন অনুব্রত মণ্ডলের ভাই সুমিত মণ্ডল, ভাইপো সাত্যকি মণ্ডল, পার্সোনাল অ্যাসিসটেন্ট অর্ঘ দত্ত। এছাড়াও অনুব্রত ঘনিষ্ঠ আরও দুজনের নাম প্রকাশ করা হয়েছে মামলাকারীর আইনজীবীর তরফ থেকে। এনারা সবাই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাশ না করেই অন্যায় ভাবে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। প্রত্যেকেরই চাকরি হয়েছে বোলপুর সার্কেলে, এমনটাই সূত্রের খবর। এখানেই শেষ নয় অনুব্রত মণ্ডলের মেয়ে এক দিনের জন্যও স্কুলে হাজিরা দেন নি, বরং রেজিস্ট্রারকে বাড়িতে পাঠানো হত বলে দাবি করেছেন মামলাকারীর আইনজীবী। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাল দুপুর তিনটের মধ্যে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকাকে রেজিস্ট্রার নিয়ে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁদের প্রত্যেককে টেট পাশের সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র এবং প্রাথমিকে নিয়োগপত্র আদালতে জমা দেওয়ার কথা বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামিকাল হাইকোর্টে হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকেও।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version