Friday, August 22, 2025

টেট ফেল করে চাকরি পাওয়ার অভিযোগ সুকন্যার বিরুদ্ধে, আদালতে মামলা দায়ের 

Date:

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal)। সৌমেন নন্দী নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)ডিভিশন বেঞ্চে। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম (Firdous Shamim) জানিয়েছেন সুকন্যা মণ্ডল একাই নন, আরও বেশ কিছু নাম সামনে আনা হয়ে এই নিয়োগ দুর্নীতি মামলায়। আগামিকাল হাইকোর্টে হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে।

অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার সম্পত্তির ওপর ইতিমধ্যেই নজরদারি শুরু করেছে সিবিআই। এই নিয়ে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের কাছে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা (CBI)। এর মাঝেই প্রকাশ্যে এল আরও এক অভিযোগ। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল বীরভূমের বোলপুরের কালিকাপুর প্রাইমারি স্কুলের (Kalikapur Primary School) শিক্ষিকা। সেই চাকরি নিয়েই এবার সামনে এল বেনিয়মের অভিযোগ। আইনজীবী ফিরদৌস শামিম বুধবার হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে জানান, সুকন্যা টেট পাশ না করেই চাকরি পেয়েছিলেন। সেই সংক্রান্ত নথিও এ দিন আদালতে জমা দিয়েছেন আইনজীবী। এর পাশাপাশি আরও বেশ কয়েকজনের নাম দেওয়া হয়েছে আদালতে। যার মধ্যে আছেন অনুব্রত মণ্ডলের ভাই সুমিত মণ্ডল, ভাইপো সাত্যকি মণ্ডল, পার্সোনাল অ্যাসিসটেন্ট অর্ঘ দত্ত। এছাড়াও অনুব্রত ঘনিষ্ঠ আরও দুজনের নাম প্রকাশ করা হয়েছে মামলাকারীর আইনজীবীর তরফ থেকে। এনারা সবাই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাশ না করেই অন্যায় ভাবে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। প্রত্যেকেরই চাকরি হয়েছে বোলপুর সার্কেলে, এমনটাই সূত্রের খবর। এখানেই শেষ নয় অনুব্রত মণ্ডলের মেয়ে এক দিনের জন্যও স্কুলে হাজিরা দেন নি, বরং রেজিস্ট্রারকে বাড়িতে পাঠানো হত বলে দাবি করেছেন মামলাকারীর আইনজীবী। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাল দুপুর তিনটের মধ্যে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকাকে রেজিস্ট্রার নিয়ে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁদের প্রত্যেককে টেট পাশের সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র এবং প্রাথমিকে নিয়োগপত্র আদালতে জমা দেওয়ার কথা বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামিকাল হাইকোর্টে হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকেও।

Related articles

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...

হাতে হাত মিলিয়ে কাজ করুন: বাঁকুড়া-বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্বকে বার্তা অভিষেকের

ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে জেলাওয়াড়ি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, বাঁকুড়া...
Exit mobile version