Thursday, November 13, 2025

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে মুখোমুখি ডোভাল-পাত্রুশেভ, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা

Date:

অঘোষিত রাশিয়া (Russia) সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine War) যুদ্ধের স্মৃতি এখনও বিশ্ববাসীর মনে টাটকা। সেই আবহেই মঙ্গলবার রাশিয়া পৌঁছেছেন অজিত ডোভাল। আর অজিত ডোভালের এই সফর স্পষ্ট করে দিচ্ছে কৌশলগত ও সামরিক দিক থেকে নয়াদিল্লির (New Delhi) কাছে মস্কোর (Moscow) গুরুত্ব ঠিক কতখানি। প্রবল কূটনৈতিক চাপ সত্ত্বেও কখনোই রাশিয়াকে কোণঠাসা করার পক্ষপাতী নয় নরেন্দ্র মোদি সরকার (Modi Government)। বুধবারই রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের (Nikolai Patrushev) সঙ্গে বৈঠকে বসেন ডোভাল। গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেন-রাশিয়া সংঘাতের পর ডোভাল এবং পাত্রুশেভের মধ্যে এটাই প্রথম ব্যক্তিগত বৈঠক। বৈঠকে আফগানিস্তান (Afghanistan) সহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আলোচনায় উঠে এসেছে বলে জানা গিয়েছে।

তবে ডোভালের সফর বা বৈঠকের বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা (Official Annoncement) করা হয়নি। রাশিয়ার পক্ষ থেকে একটি বিবৃতিতেই নিরাপত্তা পরিষদের সেক্রেটারি পাত্রুশেভ এবং ডোভালের বৈঠকের কথা জানানো হয়েছে। সূত্রের খবর, ডোভাল ও পেত্রুশেভের আলোচনার কেন্দ্রে ছিল আফগানিস্তান ও ইউক্রেন। আফগানভূমে যাতে কোনওভাবেই নিষিদ্ধ কোনও সংগঠনের শক্তি ভারতবিরোধী ষড়যন্ত্র করতে না পারে সেই ব্যাপারে নিশ্চিত হতেই মস্কোর প্রতিপত্তিকে কাজে লাগাতে চায় নয়াদিল্লি। অন্যদিকে রাশিয়ার থেকে ক্রুড ওয়েল (Crude Oil) কিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিকে ভোঁতা করতে পরোক্ষে সাহায্য করবে ভারত। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) ইতিমধ্যে রাশিয়া থেকে অশোধিত তেল কেনার কথা স্পষ্ট করেছেন।

তবে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে এখনও আগের অবস্থানেই স্থির রয়েছে ভারত। ভারত মনে করছে একমাত্র আলোচনার মাধ্যমেই যুদ্ধ পরিস্থিতির সমস্যার সমাধান হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে একের পর এক দেশ রাশিয়ার ওপর বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু ভারত কখনোই মুখ ফিরিয়ে থাকেনি।

আরও পড়ুন- Raju Srivastav: অতি সংকটজনক রাজু শ্রীবাস্তব! চিন্তায় চিকিৎসকরা

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version